৫৩৫১ শূন্যপদে গ্রামীণ ব্যাংকে SO ও PO পদে নিয়োগ, চটপট আবেদন করুন

কলকাতা:  ভারতের ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বা IBPS কমিটির তরফে SO ও PO পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৫ হাজারেরও বেশি শূন্যপদে প্রার্থী…

job n

কলকাতা:  ভারতের ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বা IBPS কমিটির তরফে SO ও PO পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৫ হাজারেরও বেশি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে।

 

SO ও PO পদে মোট শূন্যপদ রয়েছে ৫,৩৫১ টি। SO পদে আবেদন করার জন্য প্রার্থীদের কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ডিগ্রি, স্নাতক ডিগ্রি ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। PO পদে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকলেই হবে।

SO ও PO পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।

আগামী ২৮ অগাস্টের মধ্যে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন কমিটির SO ও PO পদের জন্য আবেদন জানাতে হবে৷ এর জন্য IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে  ভিজিট করুন৷  প্রিলিম লিখিত পরীক্ষা, মেইনস লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্যে দিয়ে প্রার্থী নির্বাচন করা হবে৷