সুখবর! সপ্তম পে কমিশনে সরকারি কর্মীদের DA বেড়ে ২৮ শতাংশ

সুখবর! সপ্তম পে কমিশনে সরকারি কর্মীদের DA বেড়ে ২৮ শতাংশ

 

নয়াদিল্লি: অবশেষে স্বস্তি৷ কেন্দ্রীয় সরকার কর্মী ও পেনশন হোল্ডারদের জন্য বড় সুখবর৷ মহার্ঘভাতা বা ডিএ এবং ডিআরএ নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল মন্ত্রিসভার বৈঠকে৷ করোনা আবহে স্থগিত থাকা ডিএ চালু করার পাশাপাশি ডিএ বাড়ানোর সিদ্ধান্তও নিল কেন্দ্র৷ সপ্তম পে কমিশনে ১৭ শতাংশ থেকে ডিএ বাড়ে হল ২৮ শতাংশ৷ 

আরও পড়ুন- সংসদ টিভি ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদনের শেষ সুযোগ!

উল্লেখ্য, ২০২০-র জানুয়ারির পর, ২০২০-র জুলাই এবং ২০২১-এর জানুয়ারির ডিএ বাকি পড়ে রয়েছে৷ গত বছর জানুয়ারি মাসে ৪ শতাংশ, জুলাই মাসে ৩ শতাংশ এবং চলতি বছর জানুয়ারিতে ৪ শতাংশ বকেয়া রয়েছে৷ একদিন ১৭ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা৷ সপ্তম পে কমিশনে আগের থেকে ডিএ বেড়ে ২৮ শতাংশ করা হল। অর্থাৎ মোট ১১ শতাংশ ডিএ বাড়াল কেন্দ্রে। দীর্ঘদিন ধরে সপ্তম পে কমিশনের আওতায় ডিএ এবং ডিআর বাড়ার অপেক্ষায় ছিলেন সরকারী কর্মীরা। করোনা আবহে তা স্থগিত ছিল৷

আরও পড়ুন- আগামী সপ্তাহ থেকে ডিভিশন বেঞ্চে নতুন করে শুনানি শুরু উচ্চ প্রাথমিকের

অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) প্রকাশের পরেই ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা বাড়তে শুরু করে।  করোনাকালে দেশজুড়ে চলছে মুদ্রাস্ফীতি৷ দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের যাতে ভুগতে না হয়, তা নিশ্চিত করতে সরকার ডিএ দিতে দায়বদ্ধ। মূলত শহর, শহরাঞ্জল ও গ্রাম, সরকারি কর্মীদের এই তিনটি ভাগে ভেঙে ডিএ নির্ধারিত হয়৷ ডিএ বাড়লে উপকৃত হবেন ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৫ লক্ষ পেনসন হোল্ডার৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + fourteen =