খোঁজ চলছে… কপি-এডিটর (ভিডিও), ভয়েস ওভার, সাব-এডিটর, ভিডিও এডিটর ও জেলা সাংবাদিক পদে

খোঁজ চলছে… কপি-এডিটর (ভিডিও), ভয়েস ওভার, সাব-এডিটর, ভিডিও এডিটর ও জেলা সাংবাদিক পদে

কলকাতা:  বাংলার প্রথম শ্রেণির নিউজ পোর্টাল আজ বিকেল একাধিক পদে কাজের সুযোগ দিচ্ছে৷ কপি-এডিটর (ভিডিও), ভয়েস ওভার আর্টিস্ট, সাব-এডিটর, ভিডিও এডিটর ও জেলা সাংবাদিক পদে নিচে উল্লেখ করা শর্তে কাজে সুযোগ…

কপি-এডিটর (ভিডিও): ইংরেজি কিংবা হিন্দি থেকে বাংলায় অনুবাদ করার দক্ষতা থাকতে হবে৷ বাংলা ভাষায় ঝরঝরে লিখতে পারদর্শী হতে হবে৷ কপি-এডিটর (ভিডিও) পদে টেলিভিশনে অন্তত ২-৩ বছর কাজের  অভিজ্ঞতা থাকতেই হবে৷ কপি-এডিটর (ভিডিও) পদে প্রার্থীকে দৈনিক ১০টি প্যাকেজ (ভিডিও প্রতিবেদন) লিখতে হবে৷ মাসিক ভাতা ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে৷

সাব-এডিটর: ইংরেজি কিংবা হিন্দি থেকে বাংলায় অনুবাদ করার দক্ষতা থাকতে হবে৷ বাংলা ভাষায় ঝরঝরে লিখতে পারদর্শী হতে হবে৷ দৈনিক সংবাদপত্রে অন্তত ২-৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতেই হবে৷ সাব-এডিটর পদে প্রার্থীকে দৈনিক ২৫০ শব্দে ১৫টি প্রতিবেদন লিখতে হবে৷ ১০ থেকে ১২ হাজার টাকা মাসিক ভাতা মিলবে৷

ভয়েস ওভার আর্টিস্ট: বাংলা ভাষায় ঝরঝরে বলতে পারদর্শী হতে হবে৷ বাংলা ও ইংরেজি উচ্চারণ হতে হবে একেবার স্পষ্ট ও সঠিক৷ টেলিভিশন কিংবা রেডিওয় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে৷ শিক্ষানবিশরাও চাইলে আবেদন জানাতে পারেন৷

ভিডিও এডিটর: টেলিভিশনে অন্তত ২-৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রতিবেদন অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে৷ দৈনিক ১০টি প্যাকেজ এডিট করতে হবে হবে৷ ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে ভাতা পাওয়া যেতে পারে৷

জেলা সাংবাদিক: বাংলা ভাষায় ঝরঝরে লিখতে পারদর্শী হতে হবে৷ জনসংযোগের দক্ষতা জরুরি৷ দৈনিক ভিডিও প্রতিবেদন পাঠাতে হবে৷ উত্তরবঙ্গ (মালদহ থেকে কোচবিহার), দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার জন্য সাংবাদিক প্রয়োজন৷

শিক্ষানবিশ: শিক্ষানবিশ সাব-এডিটর পদে প্রার্থীর খোঁজ চলছে৷ প্রথম ৬ মাস হাতেকলমে কাজ শেখার সুযোগ থাকবে৷ এই সময়ের মধ্যে কাজের দক্ষতা প্রমাণ দেওয়ার সুযোগ থাকবে৷

প্রার্থীদের ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন৷ বাংলা ভাষায় টাইপিংয়ের দক্ষতা থাকতেই হবে৷ নিয়োগ করা হবে দ্রুত৷ বাড়ি থেকে কাজ করতে হবে, অবশ্যই থাকতে হবে দ্রুত গতির ইন্টারনেট৷ আবেদন পাঠান এই ইমেলে- aajbikel2014@gmail.com ৷ আবেদন পাঠাতে পারেন ১৫ অক্টোবরের মধ্যে। উক্ত পদে দক্ষতা না থাকলে অকারণে যোগাযোগ করবেন না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − four =