বেআইনিভাবে শিক্ষক হয়েছিলেন! ১৮৩ জনকে চিহ্নিত করল SSC

বেআইনিভাবে শিক্ষক হয়েছিলেন! ১৮৩ জনকে চিহ্নিত করল SSC

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে পদক্ষেপ হতেই একাধিক বিস্ফোরক তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে অনেকেই এই মামলায় গ্রেফতার হয়েছে। ইডি এবং সিবিআই দুই গোয়েন্দা সংস্থা নাগাড়ে তদন্ত চালাচ্ছে। কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী নতুনভাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেছে এসএসসি। এই পরিস্থিতিতে ‘ভুয়ো’ শিক্ষকদের একটি তালিকা তৈরি করেছে তারা। গোটা রাজ্য জুড়েই ছড়িয়ে রয়েছে এরা যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে। সকলের চাকরি যাবে।

আরও পড়ুন- এবার শুভেন্দুকে নোটিস তমলুক থানার, ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে জেরার সময় এবং স্থান

কলকাতা হাইকোর্টে হলফনামা নিয়ে এসএসসি জানিয়েছে, নবম-দশম স্তরে অন্তত ১৮৩ জনকে চিহ্নিত করেছে তারা এবং ইতিমধ্যে ২০ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সূত্রের খবর, মুর্শিদাবাদে বেআইনি নিয়োগপ্রাপ্তদের সংখ্যা আপাতত সবথেকে বেশি। এছাড়াও কলকাতা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো একাধিক রাজ্যে অনৈতিক নিয়োগ হয়েছে। বাদ যায়নি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িও। জানা গিয়েছে, মুর্শিদাবাদে এই রকম ৩৭ জনের নিয়োগ হয়েছিল। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনায় ২৯, কলকাতায় ৭, বাঁকুড়ায় ২ জন করে অবৈধ শিক্ষক রয়েছে। সকলেই চাকরি থেকে বরখাস্ত হতে চলেছে।

কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছিল যে, যারা নিজে থেকে চাকরি ছেড়ে দেবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে না। কিন্তু যারা তা করবে না তাদের বিরুদ্ধে আদালত কোনও রকম ছাড় দেবে না। সেই প্রেক্ষিতে ইতিমধ্যেই অনেকে নিজে থেকে চাকরি ছেড়েছে বলেও খবর।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =