ভারতীয় বায়ু সেনায় ক্লার্ক ও স্টোরকিপার নিয়োগের বিজ্ঞপ্তি

ভারতীয় বায়ু সেনায় ক্লার্ক ও স্টোরকিপার নিয়োগের বিজ্ঞপ্তি

নয়াদিল্লি:  কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় বিমানবাহিনীর বিভিন্ন স্টেশন/ ইউনিটে কাজের জন্য বিভিন্ন পদে ১৯২ জন তোক নিচ্ছে সুপারিন্টেন্ডেট (স্টোর) যে কোন শাখার গ্রাজুয়েটরা যোগ্য ৷ স্টোর ও অ্যাকাউন্টিংয়ের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷

লেবার ডিভিশন ক্লার্ক (LDC): উচ্চ মাধ্যমিক পাশরা কম্পিউটারে ইংরাজী টাইপিং এ মিনিটে অন্তত ৩৫টি বা, ম্যানুয়াল টাইপরাইটারে অন্তত ৩০ টি ( অনুরুপভাবে ঘন্টায় ১০,৫০০ কী ডিপ্রেশনে গতি থাকতে হবে ) শব্দ তোলার গতি থাকলে যোগ্য৷  স্টোরকিপার — উচ্চমাধ্যমিক পাশরাযোগ্য ৷ স্টোর্স বা অ্যাকাউন্টসের কাজে দক্ষতা থাকলে ভালো হয় ৷ পেইন্টার— মাধ্যমিক পাশরা আই.টি.আই. থেকে কাপেন্টার ট্রেডের সার্টিফিকেট থাকলে যোগ্য ৷ কপারস্মিথ ও শীট মেটাল ওয়ার্কার– মাধ্যমিক পাশরা আই.টি.আই.থেকে কপার ও শীট মেটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আর সংশ্লিষ্ঠ ক্ষেএে ১ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য ৷ এ.সি. মেকানিক অ্যান্ড এ.সি. মেকানিক (এ) — মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে এয়ারক্র্যাফট মেকানিক ট্রেডের সার্টিফিকেট বা ১ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য৷
 

ফিটার– মাধ্যমিক পাশরা আই.টি. আই থেকে এই ট্রেডের সার্টিফিকেট থাকলে যোগ্য ৷লন্ডিম্যান– মধ্যমিক পাশরা ধোবীর কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য ৷ ওয়েটার বা, ওয়াশার-আপ হিসাবে ১ বছরের অভিজ্ঞতা খাকলে ভালো হয় ৷  মেস স্টাফ — মাধ্যমিক পাশরা যোগ্য ৷ ওয়েটার বা ওয়াশার আপ হিসাবে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয় ৷ মাল্টি টাস্কিং স্টাফ (MTS) মাধ্যমিক পাশরা যোগ্য ৷ ওয়াচম্যান,লস্কর, গেস্টনার অপারেটর বা, গার্ডেনার হিসাবে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয় ৷ টেলর– মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে এই ট্রেডের সার্টিফিকেট থাকলে যোগ্য ৷ ট্রেডসম্যান মেট– মাধ্যমিক পাশরা যোগ্য৷

বয়স হতে হবে ৫-৯-২০২১ র হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে ৷ তপসিলি ৫, ও.বি.সি রা ৩ বছর ছাড় পাবেন ৷ মূল মাইনে পে-ম্যাট্রিক- ৭ অনুযায়ী  ৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে ৷দরখাস্ত করবেন সাধারণ কাগজে, নীচের বয়ানে সঙ্গে দেবেন– ৪ কপি এখনকার তোলা ফটো, নিজের নাম ঠিকানা লেখা ১০ টাকার ডাকটিকিট সাঁটা একটি থাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট-সার্টিফিকেট নকল , যদি কোন অভিজ্ঞতা থাকে তার কপি ৷ দরখাস্ত ভরা খামের উপর নিখবেন — APPLICATION FOR THE POST OF ……AND CATEGORY ……AGANIST ADVERTISEMENT NO. 03/2021/DR..আরো বিস্তারিত জানতে www.employmentnews.gov.in দরখাস্ত পৌঁছানো চাই ৫ সেপ্টেম্বরের মধ্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − six =