চুক্তির ভিত্তিতে এক্সিকিউটিভ নিয়োগের বিজ্ঞপ্তি আইডিবিআই ব্যাঙ্কের

চুক্তির ভিত্তিতে এক্সিকিউটিভ নিয়োগের বিজ্ঞপ্তি আইডিবিআই ব্যাঙ্কের

নয়াদিল্লি: এক্সিকিউটিভ পদে ৯২০ জনকে নেবে আই ডি বি আই ব্যাঙ্ক ৷ প্রাথমিকভাবে নিয়োগ করা হবে ১ বছরের চুক্তিতে ৷ ভালো কাজের ভিওিতে চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়ানো হতে পারে ৷ ৩বছরের চুক্তির শেষে ব্যাঙ্কের নিয়োগ প্রক্রিয়া অনুসারে নিয়োগ করা হতে পারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড এ) পদে৷ প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে৷

কলকাতায় পরীক্ষা-কেন্দ্র আছে৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নং– 4/2021-22 . শূন্যপদ– ৯২০ টি-(সাধারণ- ৩৭৩, তপ-জাতি-১৩৮, তপ-উপ-জাতি-৬৯, ও.বি.সি২৪৮, আর্থিকভাবে অনগ্রসর ৯২, )৷
এর মধ্যে দৃষ্ঠি-সংক্রান্ত,অস্থি-সংক্রান্ত,শ্রবন-সংক্রান্ত, এবং বৌদিক প্রতিবন্ধি বা একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীদের জন্য ৯টি করে শূন্যপদ সংরক্ষিত হবে৷

শিক্ষাগত যোগ্যতা–অন্তত ৫৫ শতাংশ (তপসিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেএে ৫০ শতাংশ) নম্বরসহ যে কোন শাখার গ্রাজুয়েট৷ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে৷  বয়স– ১-৭-২১ তারিখে ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে৷ তফসিলি ও ৫, ও.বি.সি.রা ৩ , দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন৷  প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন৷ বেতন- প্রথম বছর প্রতি মাসে ২৯,০০০ টাকা, দ্বিতীয় বছরে ৩১,০০০ টাকা , তৃতীয় বছর প্রতি মাসে ৩৪,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র বৃহওর কলকাতায়৷ পরীক্ষা ৫ সেপ্টেম্বর৷  অনলাইন দরখাস্ত করবেন এই ওয়েবসাইটে: www.idbibank.in. প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে৷ তারপর পাসওয়ার্ড নং ও রেজিস্ট্রেশন নং পাওয়া যাবে, সেটি লিখে রাখবেন৷ প্রার্থীর চালু  ই-মেল আই ডি থাকতে হবে৷ ফি বাবদ ১,০০০ টাকা (তপসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেএে ২০০টাকা৷ অনলাইনে ফি জমা দেবার পর ই- রিসিপ্ট এবং দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে রাখবেন ৷ এগুলি কোথাও পাঠাতে হবে না, পরে দরকার হবে৷ খুঁটিনাটি জানতে উপরিক্ত ওয়েবসাইটে পাবেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − twelve =