একাধিক শূন্যপদে নেভিতে অফিসার নিয়োগ

একাধিক শূন্যপদে নেভিতে অফিসার নিয়োগ

নয়াদিল্লি:  ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনে জেনারেল সার্ভিস কমিশনে জেনারেল সার্ভিস (এক্সকিউটিভ) জেনারেল সার্ভিস (এক্স) /হাইড্রোগ্রাফি ও এয়ার ট্রাফিক কন্ট্রোল/অবজার্ভার/ পাইলট/ লজিস্টিক্স/ এডুকেশন / টেকনিক্যাল(ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেক্ট্রিক্যাল)/ ন্যাভাল আর্কিটেক্ট পদে কাজের জন্য অফিসার পদে ১৬৬ জন অবিবাহিত ছেলে নিচ্ছে ৷

কারা কোন পদের জন্য যোগ্য –৷ এক্সিকিউটিভ ব্রাঞ্চ(জেনারেল সার্ভিস-জি.এস. (এক্স)/হাইড্রো ক্যাডার) — ইঞ্জিনিয়ারিংয়ের যে কোন শাখার ডিগ্রি (বি.ই বা বি.টেক) কোর্স  পাশরা মোট অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ ছেলেরা যোগ্য ৷ জন্ম তারিখ ২-৭-১৯৯৭ থেকে ১-১-২০০৩ এর মধ্যে ৷ শূন্যপদ– ৪৫ টি ৷ এর মধ্যে জেনারেল সার্ভিসে ৪৩ ও হাইড্রো ক্যাডারে ২ ৷ এক্সিকিউটিভ ব্রাঞ্চ (এয়ার ট্রাফিক কন্ট্রোল)– মোট অন্তত ৬০শতাংশ নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ের যেকোন শাখার ডিগ্রি (বি.ই.বা বি.টেক) কোর্স পাশ ছেলেমেয়েরা যোগ্য ৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ইংরাজিতে অন্তত ৬০ শতাংশ সহ মোট অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে ৷ জন্ম-তারিখ ২-৭-১৯৯৭ থেকে ২০০১ এর মধ্যে ৷ শূন্যপদ– ৪ টি ৷

এক্সিকিউটিভ ব্রাঞ্চ (অবজার্ভার)– মোট অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোন শাখার ডিগ্রি (বি.ই বা বি.টেক.) কোর্স পাশ ছেলেমেয়েরা যোগ্য ৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ইংরাজীতে অন্তত ৬০% সহ মোট অন্তত ৬০%  নম্বর পেয়ে থাকতে হবে ৷ জন্ম তারিখ ২-৭-৯৮ থেকে ১-৭-২০০৩ এর মধ্যে ৷ শূন্যপদ-৮ টি ৷ এর মধ্যে ৩টি মেয়েদের এক্সিকিউটিভ ব্রাঞ্চ ( লজিস্টিক্স) –মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোন শাখার ডিগ্রি (বি.ই.বা বি.টেক) কোর্স পাশরা যোগ্য ,ছেলেও মেয়েরা ৷ প্রথম শ্রেণীর এম.বি.এ. কোর্স পাশরাও যোগ্য ৷ প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাশরা ফিনান্স, লজিস্টিক, সাপ্লাই, চেন ম্যানেজমেন্টের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য ৷ প্রথম শ্রেণীর এম. সি. এ. বা এম.এসসি(আই.টি.) কোর্স পাশরা যোগ্য ৷ জন্ম তারিখ ২-৭-১৯৯৭ থেকে ১-১-২০০৩ এর মধ্যে ৷ শূন্যপদ-১৮টি ৷

এডুকেশন ব্রাঞ্চে নেওয়া হবে এইসব পদে –নিচের যে কোন একটি যোগ্যতা থাকলে যোগ্য ৷ (ক) ফিজিক্স বিষয় নিয়ে বি.এসসি. কোর্স পাশরা এম এসসি. (অঙ্ক/অপারেশনাল রিসার্চ) কোর্স পাশ ছেলেরা যোগ্য ৷ শূন্যপদ–৪টি ৷ (খ) অঙ্ক বিষয় নিয়ে বি.এস.সি(ফিজিক্স/অ্যাপ্লায়েড ফিজিক্স) কোর্স পাশ ছেলেরা  যোগ্য ৷ শূন্যপদ-৪টি ৷ (গ) মোট অন্তত ৫৫%নম্বর পেয়ে ইতিহাসের এম এ কোর্স পাশরা যোগ্য ৷ শূন্যপদ–১ টি ৷
(ঘ) মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্টনিক্স, ইলেক্টনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশ,ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি (বি.ই.বা বি.টেক) কোর্স পাশ ছেলেরা যোগ্য ৷শূন্যপদ– ২টি ৷ (ঙ) মোট অন্তত ৬০% নম্বর পেয়ে  মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি(বি.ই বা বি.টেক.)কোর্স পাশ ছেলেরা যোগ্য ৷ শূন্যপদ–২ টি ৷ (চ)- মোট অন্তত ৬০% নম্বর পেয়ে কম্পিউটার সায়েন্স, ইনফমেশন টেকনোলজি, ইনফর্মেশন সিস্টেমস ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি (বি.ই.বা বি.টেক) কোর্স পাশছেলেরা যোগ্য– শূন্যপদ-৫ টি ৷ এডুকেশন ব্রাঞ্চের বেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ইংরাজি বিষয়ে অন্তত ৬০% নম্বর পেয়ে থাকতে হবে ৷ জন্ম তারিখ ২-৭-১৯৯৭ থেকে ১-৭-২০০১এর মধ্যে ৷

টেকনিক্যাল ব্রাঞ্চে নেওয়া হবে এইসব পদে — ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ – (জেনারেল সার্ভিস) -মেকানিক্যাল, মেরিন, ইন্সট্রুমেন্টেশন,প্রোডাকশন, অ্যারোনটিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি (বি.ই বা বি.টেক) কোর্স পাশ ছেলেরা মোট অন্তত ৬০%  নম্বর পেয়ে থাকলে যোগ্য ৷  জন্ম তারিখ ২-৭-১৯৯৭ থেকে ১-১-২০০৩ এর মধ্যে ৷ শূন্যপদ–২৭টি ৷ ইলেক্ট্রিক্যাল ব্রাঞ্চ(জেনারেল সার্ভিস) – ইলেক্টক্যাল, ইলেক্টনিক্স, টেলিকমিউনিকেশন,ইলেক্টনিক্স অ্যান্ড কমিউনিকেশন, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইলেক্টনিক্স,ইলেক্টনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন,ইন্সট্রুমেন্টাশন অ্যান্ড কন্ট্রোল, ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি ( বি.ই বা বি.টেক)কোর্স পাশ ছেলেরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য ৷ জন্ম তারিখ ২-৭-১৯৯৭ থেকে ১-১-২০০৩ এর মধ্যে ৷ শূন্যপদ–৩৪ টি ৷

ন্যাভাল আর্কিটেকচার– অ্যারোনটিক্যাল, অ্যারোস্পেস, সিভিল, মেকানিক্যাল, মেকানিক (অটোমেশন), মেরিন ইঞ্জিনিয়ার মেটালার্জি,ন্যাভাল আর্কিটেকচার,ও সিয়ান ইঞ্জিনিয়ারিং, শিপ টেকনোলজি, শিপ বিল্ডিং বা,শিপ ডিজাইনের ডিগ্রি (বি.ই.বা বি.টেক), কোর্স পাশ ছেলেমেয়েরা মোট অন্তত ৬০%নম্বর পেয়ে থাকলে যোগ্য ৷ জন্ম তারিখ ২-৭-১৯৯৭ থেকে ১-১-২০০৩ এর মধ্যে ৷ শূন্যপদ– ১২ টি ৷  প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর দেখে ৷ এরপর হবে গ্রুপ ডিসকাসন ও ইন্টারভিউ ৷ মোট পাচ দিনের ইন্টারভিউয়ের মধ্যে থাকবে ইন্টেলিজেন্সি টেস্ট, পিকচার পার্সেপশন,ও গ্রুপ ডিসকাসন ৷  সফল হলে সাইকোলজিক্যাল টেস্ট, গ্রুপ টাস্ক ও ইন্টারভিউ ৷ ইন্টারভিউয়ের প্রথম দিন সফল না হলে বাড়ী ফেরার ট্রেন ভাড়া দেওয়া হবে ৷ সফল হলে ডাক্তারি পরীক্ষা ৷ ট্রেনিং শুরু জুনে ৷

দরখাস্ত করবেন অনলাইনে ২১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোম্বরের মধ্যে ৷ এই ওয়েবসাইটে :www.joinindiannavy.gov.in বৈধ্য ই-মেল আই.ডি থাকতে হবে ৷ পাশফোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন ৷ এরপর ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিলে নাম সাবমিট করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে ৷ তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন ৷ আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =