ব্যাঙ্কে বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ

ব্যাঙ্কে বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ

নয়াদিল্লি: বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগের জন্য সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারুর বৈশ্য ব্যাঙ্ক। চুক্তিভিক্তিক নিয়োগ করা হবে৷ চুক্তির মেয়াদ শেষে দক্ষতার নিরিখে কর্মীদের স্থায়ী ভাবে নিয়োগ করা হবে কি না অথবা মেয়াদ আরও বাড়ানো হবে কি না, এই বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করেনি কারুর বৈশ্য ব্যাঙ্ক। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা বিস্তারিত জানতে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট kvb.co.in এ দেখতে পারেন৷ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা করা শুরু হয়েছে ২৩ অগস্ট, ২০২১ তারিখ থেকে৷ আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩০ সেপ্টেম্বর, ২০২১৷

শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতেই হবে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীর ৫০ শতাংশ বা তার বেশি নম্বর থাকা বাঞ্ছনীয়। করেসপন্ডেন্স বা ওপেন ইউনিভার্সিটি থেকে উত্তীর্ণরা এই পদে আবেদনের যোগ্য নন বলে জানিয়ে দিয়েছে কারুর বৈশ্য ব্যাঙ্ক।

 

বয়স:
৩১ অগস্ট, ২০২১ তারিখের নিরিখে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে।

 

নিয়োগ প্রক্রিয়া:
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে প্রার্থীদের নেওয়া হবে। ইন্টারভিউয়ের স্থান, দিন সংশ্লিষ্ট প্রার্থীকে ই-মেল করে জানিয়ে দেবে ব্যাঙ্ক।

 

অনলাইনে আবেদনের প্রক্রিয়া: 
প্রথমে কারুর বৈশ্য ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে kvb.co.in এ যেতে হবে৷ হোমপেজে কেরিয়ার ট্যাবে ক্লিক করে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। দরকারি তথ্য বিস্তারিত ভাবে দিতে হবে। গুরুত্বপূর্ণ নথির স্ক্যান করা কপি আপলোড করতে হবে এবং যোগ্যতাগত তথ্য দিতে হবে। সব হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =