চাকরি না করলেও পাবেন মাসে ৫০০০ টাকা পেনশন! জানেন এই প্রকল্পের কথা?

নয়াদিল্লি: স্থায়ী চাকরি পাননি? তাতে কী! অটল পেনশন যোজনা (APY) এর মাধ্যমে পেয়ে যান মাসে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন৷ ২০১৫ সালে এই প্রকল্প নিয়ে এসেছিল…

taka new5

নয়াদিল্লি: স্থায়ী চাকরি পাননি? তাতে কী! অটল পেনশন যোজনা (APY) এর মাধ্যমে পেয়ে যান মাসে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন৷ ২০১৫ সালে এই প্রকল্প নিয়ে এসেছিল ভারত সরকার৷ অসংগঠিত ক্ষেত্রে কর্মরত নাগরিকদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

APY এর প্রাথমিক লক্ষ্য হল প্রত্যেক ভারতীয় নাগরিক যেন অবসরের পর আর্থিক নিরাপত্তা উপভোগ করতে পারেন৷ অল্প বয়স থেকেই সঞ্চয় করতে পারলে এই প্রকল্পটি বৃদ্ধ বয়সে এই প্রকল্প আর্থিক সংকটের ঝুঁকি কমিয়ে দেয়।

এই প্রকল্পে প্রতি মাসে গ্রাহককে জমা করতে হয় একটি টাকা। তার ভিত্তিতে সংশ্লিষ্ট প্রকল্পে ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়ার রয়েছে সুবিধা।

 

উপভোক্তার কোনও কারণে মৃত্যু হলে, তার স্ত্রী এই পেনশনের সুবিধা পাবেন৷ উভয় অংশীদার মারা গেলে, মনোনীত ব্যক্তি পরিবারের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করে৷ তবে এই প্রকল্পে বিনিয়োগের জন্য অবশ্যই উপভোক্তাকে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে৷ অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়াও আধারের সঙ্গে লিঙ্কযুক্ত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে৷