সাবধান! পিএফের টাকা লুটছে বাংলার ১৩ হাজার সংস্থা

কলকাতা: প্রায় ৯-১০ ঘণ্টা কঠোর পরিশ্রম৷ মাথার ঘাম পায়ে ফেলে মাসের শেষে মেলে বেতন৷ কিন্তু, অগ্নি মূল্য বাজারের সৌজন্যে মাসের শেষে হওয়ার আগেই ফাঁকা পকেট৷ কিন্তু, এই পরিস্থিতির মধ্যেও কষ্টে জমানো সঞ্চয়েও এবার চূড়ান্ত প্রতারণা৷ বাংলার অন্তত ১৩ হাজার সংস্থা রয়েছে, যারা কর্মীদের সঞ্চয়ের পিএফের টাকা খেলাপি করছে৷ তার মধ্যে প্রায় সাড়ে ৮ হাজার সংস্থা

সাবধান! পিএফের টাকা লুটছে বাংলার ১৩ হাজার সংস্থা

কলকাতা: প্রায় ৯-১০ ঘণ্টা কঠোর পরিশ্রম৷ মাথার ঘাম পায়ে ফেলে মাসের শেষে মেলে বেতন৷ কিন্তু, অগ্নি মূল্য বাজারের সৌজন্যে মাসের শেষে হওয়ার আগেই ফাঁকা পকেট৷ কিন্তু, এই পরিস্থিতির মধ্যেও কষ্টে জমানো সঞ্চয়েও এবার চূড়ান্ত প্রতারণা৷ বাংলার অন্তত ১৩ হাজার সংস্থা রয়েছে, যারা কর্মীদের সঞ্চয়ের পিএফের টাকা খেলাপি করছে৷ তার মধ্যে প্রায় সাড়ে ৮ হাজার সংস্থা কর্মীদের পিএফের টাকা কর্যত গিলে খেয়েছে৷ এমনই তালিকা প্রকাশ করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন৷

জানা গিয়েছে, রাজ্যে এমন বহু সমস্যা রয়েছে, যারা কর্মচারীদের কাছ থেকে পিএফ বাবদ মোটা টাকা সংগ্রহ করছে৷ অথচ মাসের শেষে তা সরকারের কাছে জমা করাচ্ছে না৷ পিএফ নিয়ে টাকা হাতিয়ে ছিনিমিনি খেলছে বাংলার অন্তত ১৩ হাজার সংস্থা৷ ৮ হাজার সংস্থা কোনদিনও কর্মীদের পিএফ বাবদ টাকা জমা করা হয়নি৷

যে সংস্থা এক মাস পিএফের টাকা জমা করবে না, তাদের নাম পিএফের ওয়েবসাইট প্রকাশ করার কথা থাকলেও তা কার্যকর করা হয়নি৷ আর তাতেই সমস্যা সমাধান তো দূর, বেড়েছে আরও প্রতারণা৷ তবে, সম্প্রতি পিএফের দেওয়া তথ্য বলছে, বাংলায় এমন সংস্থা আছে যারা দীর্ঘদিন ধরে জমা করছে না পিএফ অফিসে৷ ৩ মাস ধরে টাকা জমা পড়েনি, এমন সংস্থা রয়েছে ৫ হাজার ১১৬টি৷ সাড়ে ১৩ হাজার পিএফ খেলাপির সংস্থার মধ্যে গত চার মাস বা তারও বেশি সময়ের টাকা জমা করায়নি হিংসভাগ সংস্থা৷ পিএফ সংক্রান্ত কর্মীদের পাওনাগন্ডা মেটানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হলেও জমা না হওয়া টাকাগুলি কোথায় গেল? তা নিয়ে বাড়ছে উদ্বেগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + twenty =