বাম আমলে কত শিক্ষক নিয়োগ? প্যানেলের তথ্য তলব হাইকোর্টের | Teacher Recruitment scam

Bengal Teacher Recruitment Scam কলকাতা: কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা বাম আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্তারিত তথ্য চাইলেন। (West Bengal teacher recruitment…

West Bengal teacher recruitment scam

Bengal Teacher Recruitment Scam

কলকাতা: কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা বাম আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্তারিত তথ্য চাইলেন। (West Bengal teacher recruitment scam) এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন,

‘আগামী এক মাসের মধ্যে মালদহ জেলায় ওই নিয়োগের প্যানেল জমা দিতে হবে পর্ষদকে৷’

প্রাথমিক শিক্ষক নিয়োগে অভিযোগ

আগামী ২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গিয়েছে।  প্রাথমিক স্কুলে বাম আমলের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল দেখতে এমনই নির্দেশ দিয়েছে আদালত। আদালত সূত্রে প্রকাশ, গত ২০০৯ সালে মালদহে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নিয়োগ প্রক্রিয়া শেষ

তখন রাজ্যে ক্ষমতায় ছিল বামেরা। যদিও সেই সময় ওই পরীক্ষা সোনিও নেওয়া সম্ভব হয়নি।  ২০১৪ সালে ওই পরীক্ষা নেওয়া হয়। সেই সময় রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল। সাত বছর পরে অর্থাৎ ২০২১ সালে ফল প্রকাশ হয়। গত বছর ওই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়। সঞ্জীব পাল সহ ৩০০ জনেরও বেশি মানুষের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে বলে দাবি।

চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিমের দাবি,

‘এই নিয়োগ প্রক্রিয়ার বকেয়া শূন্যপদে কারা, কোন পদ্ধতিতে নিয়োগ পেলেন? তা পরিষ্কার নয়।’

কলকাতা হাইকোর্ট জানিয়েছে,

‘মামলাকারীদের বক্তব্যের সঙ্গে ২০০৯ সালের প্যানেল মিলিয়ে দেখলে তবেই অনিয়ম কোথায় হয়েছে তা পরিস্কার হবে।’

আগামী ২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।

 

আরও পড়ুুন-

মানুষের হাসপাতালে তৃণমূল নেতার পোষ্যর চিকিৎসার অভিযোগ

নবান্নের নির্দেশ, আরও কঠোর হল সিভিকদের আচরণবিধি 

সন্দীপের আরও সম্পত্তির খোঁজ মিলল, এবার কোন জেলায়?

‘মুখ্যমন্ত্রী নয়, আপনাদের দিদি হিসেবে এসেছি, আচমকা

জেলায় জেলায় আরজি করের প্রভাব কতটা?

Bengal: West Bengal teacher recruitment scam. The Calcutta High Court has ordered the submission of panels related to primary school teacher recruitment during the Left Front government’s tenure in Malda district, amid allegations of irregularities. The court’s decision comes after a petition was filed alleging irregularities in the appointment of over 300 teachers.Note: This meta description is under 250 characters and provides a concise overview of the article.