একাধিক শূন্যপদে সীমান্তরক্ষী বাহিনীতে নিযোগ বিজ্ঞপ্তি

একাধিক শূন্যপদে সীমান্তরক্ষী বাহিনীতে নিযোগ বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: একাধিক পদে কর্মী নিয়োগ করবে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ সীমান্ত রক্ষী বাহিনী। বিজ্ঞপ্তি নম্বর VET/2020 ও PMS/202O। ২৭ জুলাই ২০২১ তারিকের মধ্যে আবেদন করতে হবে৷
 

শূন্যপদ
এসআই (স্টাফ নার্স)- ৩৭
এএসআই  (অপারেশন টেকনিশিয়ান) -১
এএসআই  (ল্যাবরেটরি টেকনিশিয়ান) -২৮
সিটি (ওয়ার্ড বয়/গার্ল/আয়া) -৯
এইচসি (ভেটেরিনারি)-২০
কনস্টেবল – ১৫

 

বেতন
এই পদে নিযুক্তদের বেতন হবে ২০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক -উচ্চমাধ্যমিক অথবা সমতুল পরীক্ষায় পাশ করা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।

 

বয়স
এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

 

নিয়োগের পদ্ধতি
লিখিত পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। পরীক্ষার দিন, সময় সংক্রান্ত সমস্ত তথ্য জানানো হবে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট https://bsf.gov.in এ।

 

আবেদনের পদ্ধতি 
যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট https://bsf.gov.in এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীরা একটি রেজিস্ট্রেশন স্লিপ পাবেন, যা ভবিষ্যতে কাজে লাগতে পারে। ডাক বিভাগের মাধ্যমে কোনও নথি পাঠানোর প্রয়োজন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 5 =