চাকরিপ্রার্থীদের বয়স সীমা বৃদ্ধি, দ্রুত মেধাতালিকা প্রকাশ সহ গুচ্ছ দাবি PSC দুর্নীতি মুক্ত মঞ্চের

চাকরিপ্রার্থীদের বয়স সীমা বৃদ্ধি, দ্রুত মেধাতালিকা প্রকাশ সহ গুচ্ছ দাবি PSC দুর্নীতি মুক্ত মঞ্চের

কলকাতা:  PSC দুর্নীতি মুক্ত মঞ্চের পক্ষ থেকে আজ  একাধিক দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হল৷ তাঁরা যে সকল দাবিগুলি জানিয়েছেন, সেগুলি হল-
 

•    ICDS , CLERKSHIP , MISCELLANEOUS , WBCS 2019 (Group C / D ) র মেধাতালিকা যতদ্রুত সম্ভব প্রকাশ করতে হবে ।
 

•     JUNIOR ENGINEERS, KPS , FIRE OPERATORS, LIVE STOCK DEVELOPMENT , SCHOOL SI, FOOD SI , MISCELLANEOUS সহ অন্যান্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। সমস্ত নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে একবছরের মধ্যে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে।
 

•    মেধা তালিকায় চাকরিপ্রার্থীদের রোল নম্বরের সঙ্গে নাম প্রকাশ করতে হবে।
 

•    করোনা মহামারির জেরে বহু পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বিলম্ব হয়েছে৷ তাই চাকরিপ্রার্থীদের সুবিধার্থে বয়সসীমা ২ বছর ছাড় দিতে হবে এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ পরীক্ষার সেন্টারের ব্যবস্থা করতে হবে ।
 

•    WBCS ২০১৭ পরীক্ষায় অভিযুক্ত প্রশান্ত বর্মনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে পি.এস.সি কর্তৃপক্ষকে তাদের অবস্থান স্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে।

আরও পড়ুন- উচ্চ প্রাথমিকে ২৫ হাজরের বেশি অভিযোগ, পুজোর আগেই নিষ্পত্তি চাইছে কমিশন

 

pcs

কিন্তু চেয়ারম্যানের তরফে তেমনভাবে আশানুরূপ সদুত্তর পাওয়া যায়নি। ক্লার্কশিপ ও ICDS এর খাতা দেখার কাজ চলছে বলে জানা গিয়েছে। করোনা বিধিনিষেধ-এর কারণে কর্মীদের হাজিরা কম থাকায় ফল প্রকাশ বা অন্যান্য কাজ খুবই মন্থর গতিতে চলছে। তবে ২০১৭-র WBCS দুর্নীতির মূল অভিযুক্ত প্রশান্ত বর্মনের বিষয়ে সমস্ত রকম নথি আদালতকে দিয়ে নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতার আশ্বাস দিয়েছেন তিনি। দীর্ঘদিন পরীক্ষা হয়ে যাওয়ার পরেও ফল প্রকাশ না হওয়ায় কারণে চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷ নির্দিষ্ট সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশ না হয় , তাহলে পরবর্তী সময়ে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =