দীপাবলির তোফা! ৩% DA বাড়ল সরকারি কর্মচারীদের

দীপাবলির তোফা! ৩% DA বাড়ল সরকারি কর্মচারীদের

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর৷ দীপাবলির আগেই আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ 

আরও পড়ুন- উত্তর দমদম পুরসভায় চাকরির সুযোগ

২০২১ সালের জুলাই মাসেই কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ১৭% থেকে বাড়িয়ে ২৮% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।  বর্ধিত ডিএ এবং ডিআর ১ জুলাই থেকেই কার্যকর হয়ে গিয়েছে৷ প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে ২০২০ সালের জানুয়ারী মাস থেকে ডিএ বৃদ্ধি স্থগিত রেখেছিল কেন্দ্র৷ চলতি বছর জুলাই মাসে সমস্ত বকেয়া ডিএ ও ডিআর মিটিয়ে দেওয়া হয়৷ অগাস্ট মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বা এইচআরএ  বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
 

বেশ কিছুদিন ধরেই এই বিষয়ে আলোচনা চলছিল৷ খুব শীঘ্রই ডিএ বাড়বে বলে জানা যাচ্ছিল৷ অবশেষে সেই জল্পনাই সত্যি হল৷ ৩ শতাংশ ডিএ বাড়ানো হল৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন পেনশনভোগীরাও৷ সপ্তম পে কমিশনের সুবিধা পাবেন ৪৭.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮.৬২ লক্ষ পেনশনভোগী৷ উৎসবের মরশুমে পকেট ভরতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের৷   

কেন্দ্রের নিয়ম অনুযায়ী সরকারি কর্মচারীরা ডিএ তাঁদের মূল বেতনের ২৫ শতাংশ অতিক্রম করলে ৩ শতাংশ এইচআরএ বৃদ্ধি পাবে। এর আগে ২০১৭ সালে অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ডি ২৫% ছাড়িয়ে গেলে এইটআরএ স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করা হবে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + nineteen =