১,০৮৬টি শূন্যপদে সিকিউরিটি গার্ড নিয়োগ করবে Coal India, শুরু আবেদন প্রক্রিয়া

১,০৮৬টি শূন্যপদে সিকিউরিটি গার্ড নিয়োগ করবে Coal India, শুরু আবেদন প্রক্রিয়া

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে বাড়ছে বেকারত্বের হার৷ এরই মাঝে সুখবর৷ বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করতে চলেছে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)৷ এ সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে৷ ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা সিকিউরিটি গার্ড (পুরুষ) পদের জন্য আবেদন করতে পারেন৷ মোট ১ হাজার ৮৬টি শূন্যপদে লোক নিয়োগ করবে ECL৷ 

কোল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২১-এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ আবেদনের শেষ তারিখ ১৫ জুন৷ নির্দিষ্ট গ্রেড ও স্কেলে নির্বাচিত প্রার্থীরা ৬ মাসের জন্য সিকিউরিটি গার্ড (ট্রেনি) পদে কাজ করবেন৷ এই ছয় মাসের মধ্যে প্রার্থীদের বেসিক সিকিউরিটি ট্রেনিং নিতে হবে৷ এর ব্যবস্থা করবে HOD (সিকিউরিটি),ECL হেডকোয়াটার৷ ছয় মাস সফল প্রশিক্ষণের পর T & S Gr.- “G” সিকিউরিটি গার্ড পদে তাঁদের নিয়োগ করা হবে৷ 
 

মোট শূন্যপদ- ১০৮৬
 

•   অসংরক্ষিত- ৮৪২
•    এসসি- ১৬৩
•    এসটি- ৮১

 

শিক্ষাগত যোগ্যতা- 
 

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই সপ্তম শ্রেণি পাশ হতে হবে৷ পাশাপাশি সিকিউরিটি পদের জন্য কেডার স্কিমে যে শারীরিক মানদণ্ড আছে তা পূরণ করতে হবে৷ 
 

নির্বাচনের পদ্ধতি- 

প্রতিটি অঞ্চলে যোগ্যতা মূল্যায়নের জন্য প্রার্থীদের শারীরিক মানদণ্ড বিধি মেনে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে হবে৷ শূন্যপদের ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে৷ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পাশ করা মানেই চাকরিতে নিয়োগ নয়৷ 
 

কী ভাবে আবেদন করতে হবে- 

•    নির্দিষ্ট এলাকার এস্টাব্লিশমেন্ট/ওয়ার্কশপে জিএম বা এইচওডি-র কাছে আবেদন জানাতে হবে৷ হেডকোয়াটারের ক্ষেত্রে আবেদন জানাতে হবে সিনিয়র ম্যানেজারের কাছে৷        
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =