বিজ্ঞপ্তি সত্ত্বেও পুজোর বোনাস না পেয়ে ফের জারি শিক্ষক বিদ্রোহ

কলকাতা: বিজ্ঞপ্তি জারি হওয়ার পর পুজোর মুখে বোনাস না পেয়ে এবার খোদ ফিরহাদ হাকিমের কার্যালয় ঘেরাও করার কর্মসূচি নিলেন এসএসকে এমএসকে শিক্ষকদের একাংশ৷ তাঁদের অভিযোগ, মাদ্রাসা শিক্ষকদের বোনাস দেওয়া হলেও এখনও পর্যন্ত পুরসভায় কর্মরত শিক্ষকরা বোনাস পাননি৷ মূলত এই অভিযোগের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার নয়া কর্মসূচির ঘোষণা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের৷ অন্যদিকে, আজ শিক্ষামন্ত্রী এসএসকে এমএসকে

বিজ্ঞপ্তি সত্ত্বেও পুজোর বোনাস না পেয়ে ফের জারি শিক্ষক বিদ্রোহ

কলকাতা: বিজ্ঞপ্তি জারি হওয়ার পর পুজোর মুখে বোনাস না পেয়ে এবার খোদ ফিরহাদ হাকিমের কার্যালয় ঘেরাও করার কর্মসূচি নিলেন এসএসকে এমএসকে শিক্ষকদের একাংশ৷ তাঁদের অভিযোগ, মাদ্রাসা শিক্ষকদের বোনাস দেওয়া হলেও এখনও পর্যন্ত পুরসভায় কর্মরত শিক্ষকরা বোনাস পাননি৷ মূলত এই অভিযোগের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার নয়া কর্মসূচির ঘোষণা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের৷ অন্যদিকে, আজ শিক্ষামন্ত্রী এসএসকে এমএসকে শিক্ষকদের বর্ধিত বেতন দেওয়ার অনুমোদন মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে ঘোষণা করেছেন৷ ইতিমধ্যেই বেতনবদ্ধি-সহ পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষা দপ্তরে অন্তভুর্ক্তির সরকারি বিজ্ঞপ্তিও জারি হয়েছে বলে খবর৷

দীর্ঘ আন্দোলনের পর SSK, MS, AS, পুরসভা ও মাদ্রাসা শিক্ষকদের বোনাস-সহ বেতনবৃদ্ধির ঘোষণা হয়৷ মাদ্রাসা ও পুরসভার বোনাস দেওয়ার বিষয়টি কার্যকর না হওয়ায় সংগঠনের তরফে গত সপ্তাহে মাদ্রাসা ও পুরসভার দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়৷ আজ সারাদিন দপ্তরে দপ্তরে ঘুরে সন্ধ্যায় মাদ্রাসার SSK, MSK শিক্ষকদের বোনাসের বিজ্ঞপ্তি আদায় করে আনেন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা৷ মাদ্রাসার শিক্ষকরা বোনাসের বিজ্ঞপ্তি জারি হলেও পুরসভার SSK অথবা এসএসপিদের বোনাসের বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি বলে অভিযোগ৷

আর এই অভিযোগের ভিত্তিতে শিক্ষক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, ‘‘আমরা রাজ্যের সমস্ত পুরসভার SSK অথবা SSP-রা পুজোর বোনাস আদায় করতে আগামী বৃহস্পতিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার অফিস সকাল ৯ টার ঘেরাও করব৷ আমরা জমায়েত করে দাবি আদায় করব৷ আজ শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, SSK/MSK/ASদের বেতনবদ্ধি সহ পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষা দপ্তরে অন্তভুর্ক্তির সরকারি বিজ্ঞপ্তি অনুমোদন হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =