রাজ্য পুলিশে সাব ইন্সপেক্টর পদের ফল প্রকাশ

রাজ্য পুলিশে সাব ইন্সপেক্টর পদের ফল প্রকাশ

কলকাতা: সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার্থীদের ফল প্রকাশিত হল। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbpolice.gov.in -এ গিয়ে তা দেখা যাবে৷ এটি সাব ইন্সপেক্টর সশস্ত্র বাহিনী ও নিরস্ত্র বাহিনীর ২০১৯ সালের পরীক্ষার চূড়ান্ত ফল৷

উত্তীর্ণ প্রাথীদের আবেদনপত্রের এসআই নম্বর অনুযায়ী একটি তালিকা প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। সাব ইন্সপেক্টর সশস্ত্র বাহিনী ও নিরস্ত্র বাহিনীর পরীক্ষায় প্রতিটি ক্যাটাগরির পার্সোনালিটি টেস্টের প্রাপ্ত নম্বর নিচে উল্লেখ করা হল।
 

ডব্লুউবিপিআরবি সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট বোর্ড: মোট নম্বর
ইউআর ক্যাটাগরি সশস্ত্র বাহিনী ও নিরস্ত্র বাহিনী পর্যায়ক্রমে মোট নম্বর ১৫৪.২, ১৩০.৮।
এসসি ক্যাটাগরি সশস্ত্র বাহিনী ও নিরস্ত্র বাহিনী পর্যায়ক্রমে মোট নম্বর ১৪০.৯, ১০৭.৭।
এসটি ক্যাটাগরি সশস্ত্র বাহিনী ও নিরস্ত্র বাহিনী পর্যায়ক্রমে মোট নম্বর ১৩৫.২, ১১৯।
ওবিসি-এ ক্যাটাগরি সশস্ত্র বাহিনী ও নিরস্ত্র বাহিনী পর্যায়ক্রমে মোট নম্বর ১৪৪.২, ১০৮।
ওবিসি-বি ক্যাটাগরি সশস্ত্র বাহিনী ও নিরস্ত্র বাহিনী পর্যায়ক্রমে মোট নম্বর ১৪৯.৬, ১০৯.৯৷

 

পরীক্ষার ফল জানতে ডব্লুউবিপিআরবি সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbpolice.gov.in এ যেতে হবে, সেখানে গিয়ে এসআই ফাইনাল রেজাল্ট অপশনটিতে ক্লিক করতে হবে। এবার একটি পেজে মনোনীত প্রার্থীদের নাম উল্লেখিত একটি পিডিএফ ফাইল দেখা যাবে। সেটাকে ডাউনলোড করে রেফারেন্সের জন্য একটি হার্ড কপি নিজের কাছে রাখতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেটা চাকরি প্রার্থীদের জানতে হবে৷ অনেক চাকরি প্রার্থী একই নম্বর পেয়ে টাই করেছেন। এক্ষেত্রে কম্বাইন্ড কমপিটিটিভ পরীক্ষায় চূড়ান্ত ফলে সর্বোচ্চ নম্বর পাওয়া প্রার্থীই অগ্রাধিকার পাবেন৷ তখনও তাঁদের প্রাপ্ত নম্বর টাই হলে, বেশি বয়সের প্রার্থী অগ্রাধিকার পাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =