কলকাতা: অবসরের পর কাজের খোঁজ করছেন? তাহলে আপনার জন্য খুশির খবর। আলিপুরদুয়ার জেলা ম্যাজিষ্ট্রেট অফিসের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্রুপ সি (কেরানি) পদে নিয়োগ করা হবে। তবে অফিসিয়াল সাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি৷ শিক্ষাগত যোগ্যতার কথাও উল্লেখ করা হয়নি৷
শুধু বলা হয়েছে, এই পদে তাঁরাই আবেদন করতে পারবেন যাঁরা কোনও সরকারি দফতরের সঙ্গে যুক্ত ছিলেন৷ বর্তমানে অবসরপ্রাপ্ত৷ আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে৷
অফলাইনের মাধ্যমে আবেদন পত্র নথিভুক্ত করতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ২৭/০৮/২০২৪ বিকেল ৫ টার মধ্যে।