বন দফতরের নিয়োগ এবার PSC-র মাধ্যমে? বড় ভাবনা বনমন্ত্রীর

বন দফতরের নিয়োগ এবার PSC-র মাধ্যমে? বড় ভাবনা বনমন্ত্রীর

কলকাতা:  বন সহায়ক পদে নিয়োগে কারসাজির হয়েছে৷  দল ছাড়তেই দুর্নীতির অভিযোগে প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বনসহায়ক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে ইতিমধ্যেই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার নয়া উদ্যোগ নিলেন নবনিযুক্ত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷

বন দফতরের নিয়োগে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার একটি সার্ভিস কমিশনকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বলে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন৷ আজ দফতরের দায়িত্ব নিয়ে তিনি বলেন, এখন থেকে দফতরের সব ধরনের নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করার চিন্তাভাবনা চলছে৷

রাজীব বন্দ্যোপাধ্যায় বনমন্ত্রী থাকাকালীন বন সহায়ক পদে নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এছাড়া দফতরের আয় বাড়াতে পর্যটন দফতরের সহায়তায় বিভিন্ন বনবাংলোগুলি পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করে তুলতে নতুন ভাবে সাজিয়ে তোলা হবে বলে তিনি জানিয়েছেন৷ মধু, সিট্রোনেলা তেল সহ কাঠ বিক্রীতে জোর দেওয়ার কথা বলেন তিনি৷

জানা গিয়েছে, ২০০০ শূন্যপদে বনসহায়ক নিয়োগ করা হবে গত ৮ আগস্ট ২০২০ সালে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্যের বনদফতর৷ পদে আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ, অথচ আবেদন জমা পড়ে গবেষকদেরও। কাজ, হাতি তাড়ানো৷ কখনও কখনও বনভূমির পাহারা দেওয়া৷ তবে, তাও চুক্তিভিত্তিক৷ বেতন মেরেকেটে ১০ হাজার টাকা৷ রাজ্যে বনসহায়ক পদে আবেদন ঘিরে শুরু থেকেই উঠে আসে বিস্ফোরক তথ্য৷ মাত্র দু’হাজার বন সহায়ক শূন্যপদের জন্য জমা পড়েছিল ২০ লক্ষের বেশি আবেদন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =