বাংলার বেকারত্ব সমস্যা ভুলে দিল্লিতে কর্মসংস্থান ইস্যুতে তৃণমূলের ধর্না!

আজ বিকেল: বেকারত্ব সমস্যায় যখন জর্জরিত গোটা বাংলা, ঠিক তখনই কর্মসংস্থান ইস্যুতে সংসদ ভবনের বাইরে ধর্না বসলেন তৃণমূল সাংসদরা৷ আজ, মঙ্গলবার সংসদের গান্ধীমূর্তির পাদদেশে কর্মসংস্থানের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্না তৃণমূলের৷ লোকসভা ও রাজ্যসভার সাংসদরা এই ধর্নায় উপস্থিত ছিলেন৷ এদিন ধর্নামঞ্চ থেকে স্লোগানের মাধ্যমে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন সাংসদরা৷ ‘ভাষণ নয়, চাকরি চাই’ এই স্লোগান

বাংলার বেকারত্ব সমস্যা ভুলে দিল্লিতে কর্মসংস্থান ইস্যুতে তৃণমূলের ধর্না!

আজ বিকেল: বেকারত্ব সমস্যায় যখন জর্জরিত গোটা বাংলা, ঠিক তখনই কর্মসংস্থান ইস্যুতে সংসদ ভবনের বাইরে ধর্না বসলেন তৃণমূল সাংসদরা৷ আজ, মঙ্গলবার সংসদের গান্ধীমূর্তির পাদদেশে কর্মসংস্থানের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্না তৃণমূলের৷ লোকসভা ও রাজ্যসভার সাংসদরা এই ধর্নায় উপস্থিত ছিলেন৷ এদিন ধর্নামঞ্চ থেকে স্লোগানের মাধ্যমে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন সাংসদরা৷ ‘ভাষণ নয়, চাকরি চাই’ এই স্লোগান তোলেন তৃণমূল সংসদরা৷

চাকরি সংক্রান্ত সমস্ত খবর জানতে এখানে ক্লিক করুন




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কর্মসংস্থান ইস্যুতে রাজধানীতে তৃণমূলের ধর্নার বিষয়টি প্রকাশ্যে আসতেই বাংলার বেকার যুবক-যুবতীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷ বাংলায় তৃণমূল সরকারের কর্মসংস্থানের হাল নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজ্যের কয়েক লক্ষ চাকরিপ্রার্থী৷ তাঁদের দাবি, বাংলায় হু হু করে বাড়ছে বেকারত্ব৷ কিন্তু, বাড়েনি কর্মসংস্থান৷

শিক্ষা সংক্রান্ত সমস্ত খবর জানতে এখানে ক্লিক করুন

সামান্য ঝাড়ুদার পদে চাকরিতে এম, বিএ ও এএইচডি পড়ুয়ারাও আবেদন করছেন৷ ১০টি শূন্যপদে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর আবেদন হিড়িক, রাজ্যের কর্মসংস্থানের বাস্তব পরিস্থিতি ফুটে উঠছে বলেও অভিযোগ তুলছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ তাঁদের অভিযোগ, ‘‘মুখ্যমন্ত্রী প্রায় বলেন, ৮১ লক্ষ চাকরি দিয়ে পশ্চিমবঙ্গ সরকার৷ মোদি সরকার বলছে, এক কোটি চাকরি দেওয়া হয়ে গিয়েছে৷ কিন্তু, এত দাবির পরও পরও কেন মিটছে না বেকারত্ব সমস্যা? না কী বেকারত্ব ইস্যু নিয়ে ভোটে জোতার চেষ্টা?’’

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

আরও পড়ুন-

SSC-র চেয়ারম্যান পদে বড় ‘বদল’! আদৌ কাটবে শিক্ষক নিয়োগের জট?

চালু হচ্ছে শিক্ষক-শিক্ষণের ৪ বছরের স্নাতক কোর্স, বিজ্ঞপ্তি NCTE-র

রাজ্য পুলিশে মহিলা কনস্টেবল পদের ইন্টারভিউয় কললেটার কীভাবে পাবেন?

রেলের আবেদনের ফি কীভাবে ফেরৎ পাবেন জানেন? পড়ুন বিস্তারিত

UPSC পরীক্ষার সিলেবাসে বদল

শিক্ষক নিয়োগে ইন্টিমেশন লেটার ডাউনলোড করবেন কীভাবে?

এনজনরে RPF কনস্টেবল নিয়োগে নিয়ম-কানুন

বড় দিনের আগেই শিক্ষক নিয়োগের বড় ঘোষণা SSC-র

শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিকাশ ভবনের

মৃত কর্মীর পরিজনকে চাকরি দিতে লাগবে নবান্নের অনুমোদন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =