অনশন মঞ্চ থেকে দেহ দানের অঙ্গীকার শিক্ষকদের, ডাক কর্মবিরতির

কলকাতা: স্থায়ীকরণের দাবিতে টানা আট দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন পার্শ্ব শিক্ষকদের একাংশ৷ তিন দিন অতিক্রান্ত পার্শ্ব শিক্ষকদের অনশন৷ অনির্দিষ্টকালের জন্য ধর্না ও আমরণ অনশন কর্মসূচি চলছে৷ এবার সেই ধর্না, অনশন মঞ্চ থেকেই রাজ্য সরকারকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে দেহ দানের ঘোষণা পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের৷ সংগঠনের তরফে জানানো হয়েছে, যেহেতু তাঁরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে

অনশন মঞ্চ থেকে দেহ দানের অঙ্গীকার শিক্ষকদের, ডাক কর্মবিরতির

কলকাতা: স্থায়ীকরণের দাবিতে টানা আট দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন পার্শ্ব শিক্ষকদের একাংশ৷ তিন দিন অতিক্রান্ত পার্শ্ব শিক্ষকদের অনশন৷ অনির্দিষ্টকালের জন্য ধর্না ও আমরণ অনশন কর্মসূচি চলছে৷ এবার সেই ধর্না, অনশন মঞ্চ থেকেই রাজ্য সরকারকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে দেহ দানের ঘোষণা পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের৷

সংগঠনের তরফে জানানো হয়েছে, যেহেতু তাঁরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরণ অনশনের ডাক দিয়েছেন, ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে তাঁদের শরীর, সেই কারণেই আজ তারা দেহ দানের অঙ্গীকার করবেন৷ এই বিষয়ে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আহ্বায়ক ভগিরথ ঘোষ জানিয়েছেন, ‘‘অনশন করতে গিয়ে আমাদের তিনজন সঙ্গী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ তিনজন আপাতত স্থিতিশীল৷ টানা অনশন চালিয়ে অসুস্থ হয়ে পড়লেও তিনজন পার্শ্বশিক্ষক হাসপাতালে দাবি করেছেন, তাঁরা কোন স্যালাইন নেবন না৷ কারণ তাঁরা মৃত্যুর জন্য প্রস্তুত৷ তাঁদের জন্য পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ গর্বিত৷ এই তিনজন শিক্ষক অসুস্থ হয়েও লড়াকু যে মানসিকতা দেখিয়েছেন, সেটাই আমাদের ভরসা৷ আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও অধিকারের লড়াই চালিয়ে যাব৷’’

দেহ দানের অঙ্গীকারের বিষয়ে তাঁর দাবি, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই অনশন, ধর্না মঞ্চ থেকে আমরা সবাই মরণোত্তর দেহদান করব৷ যেহেতু আমরা জীবন-মরণের লড়াইয়ে আমরা নেমেছি, মৃত্যুকে উপেক্ষা করে আমরা রাস্তায় নেমেছি, আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব৷ আমরা রাজ্য সরকারকে দেখিয়ে দিতে চাই, তিল তিল করে মারার যে নীতি নিয়েছে সরকার, সেই নীতিকে ব্যর্থ করে আমরা সবাই একসাথে মৃত্যুর জন্য প্রস্তুত৷মৃত্যুর জন্য প্রস্তুতি৷ আর সেই কারণে মরণোত্তর দেহ দান করব৷’’

একইসঙ্গে আজ থেকে স্কুল বয়কটের ডাক দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের তরফে৷ রাজ্য সরকার ঠিক যতটা সহযোগিতা করবে শিক্ষকরাও ঠিক ততটাই ও সহযোগিতা করার জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ একইসঙ্গে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা যাওয়ার জন্য বার্তা পাঠিয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ৷ তাদের দাবি, রাজ্য সরকার চাইলে তাঁরা সঙ্গে আলোচনায় বসতে তৈরি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 18 =