সরকারি কর্মীকে ফোনে হুমকি! বিতর্কে তৃণমূল বিধায়ক

ঘাটাল: বিজেপি কর্মীদের ১০০ দিনের প্রকল্পের আওতায় কাজ দেওয়ায় খোদ সরকারি দপ্তরের কর্মীকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ঘাটালের তৃণমূল বিধায়ক শংকর দোলইয়ের বিরুদ্ধে৷ ঘটনার জেরে আতঙ্কিত ওই সরকারি কর্মী ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন৷ গোটা ঘটনায় তৃণমূল বিধায়কের দাবি, ওই সরকারি কর্মীকে বারবার সতর্ক করা হয়েছিল৷ সরকারি কর্মী হয়ে অবৈধভাবে প্রশাসনকে না জানিয়ে বিজেপির লোককে কী

সরকারি কর্মীকে ফোনে হুমকি! বিতর্কে তৃণমূল বিধায়ক

ঘাটাল: বিজেপি কর্মীদের ১০০ দিনের প্রকল্পের আওতায় কাজ দেওয়ায় খোদ সরকারি দপ্তরের কর্মীকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ঘাটালের তৃণমূল বিধায়ক শংকর দোলইয়ের বিরুদ্ধে৷ ঘটনার জেরে আতঙ্কিত ওই সরকারি কর্মী ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন৷

গোটা ঘটনায় তৃণমূল বিধায়কের দাবি, ওই সরকারি কর্মীকে বারবার সতর্ক করা হয়েছিল৷ সরকারি কর্মী হয়ে অবৈধভাবে প্রশাসনকে না জানিয়ে বিজেপির লোককে কী করে কাজ দেন? প্রয়োজনে ওই কর্মীকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হবে৷ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিধানসভার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় ছড়িয়েছে বিতর্ক৷

অভিযোগ, সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের এক নির্মাণ সহায়ককে বৃহস্পতিবার ঘাটাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তীব্র ভাষায় হুমকি দিন৷ এমনকি অন্যত্র সরিয়ে দেওয়ার হুঁশিয়ারির অডিও ভাইরাল হওয়া শোরগোল পড়ে গিয়েছে৷ অভিযোগকারী নির্মাণ সহায়ক রীতেশ মান্না বলেন, আমারা যা কাজ করি সব প্রশাসনের নির্দেশেই করি৷ পুজোর সময় কয়েকজন ব্যক্তি ১০০ দিনের কাজ পাওয়ায় এই ঘটনা৷ আমার কী করে জানব, কে বিজেপি, কে তৃণমূল করে? বিধায়ক হঠাৎ আমাকে বৃহস্পতিবার ফোন করে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেন৷ কোন বিজেপি কর্মীকে কাজ দেওয়া হয়েছে, তা জানতে চেয়ে বদলি করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 16 =