IAS Salary: সরকার চালাতে যে আমলারা ভরসা, তাঁদের বেতন জানেন কত?

IAS Salary: সরকার চালাতে যে আমলারা ভরসা, তাঁদের বেতন জানেন কত?

নয়াদিল্লি: এমএলএ বা এমপি। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী। দেশের, দশের মাথা যতই জনপ্রতিনিধিদের বলা হোক না কেন, আড়ালে থেকে দেশ চালান আমলারা। আমলাদের দিক নির্দেশেই দেশ চালিত হয়। আমলা নির্ভর প্রশাসনের ভালো ও খারাপ দিক নিয়ে হাজার বিতর্ক রয়েছে। কিন্তু  দেশের যাবতীয় উন্নয়ন মূলক কাজকর্ম থেকে সরকারি পরিষেবা প্রদান সব ক্ষেত্রেই ভূমিকা থাকে আমলাদের। তাই আইএএস অফিসারের চাকরিতে ভালো বেতন ও সম্মানের সঙ্গে দেশকে পরিষেবা দেওয়া ও দেশের জন্য কাজ করার সুযোগ রয়েছে।

কিন্তু আমলা হওয়া কি মুখের কথা? তবে একথা ঠিক, স্নাতক হলেই আইএএস অফিসার হওয়ার পরীক্ষায় বসা যায়। দেশের অন্যতম সেরা চাকরি আইএএস অফিসারের। আইএএস অফিসার হওয়ার স্বপ্ন লক্ষ লক্ষ ছেলে মেয়ে দেখেন, কিন্তু সফল হন হাতেগোনা কয়েকজন মাত্র। আইএএস অফিসার হতে হলে ইউপিএসসি পরীক্ষা পাশ করতে হয়। আর এই পরীক্ষাকে দেশের কঠিনতম পরীক্ষা হিসাবেই দেখা হয়। সে তো নাহয় বোঝা গেল। কিন্তু প্রশ্ন আসে, এত কঠিন পরীক্ষায় পাশ করার পর বেতন কত পাওয়া যায়? আইএএস বা ইন্ডিয়ান অ্যাডমনিস্ট্রেটিভ সার্ভিস জয়েন করলে আমলা হিসেবে কাজের সুযোগ মেলে। বিভিন্ন মন্ত্রক, প্রশাসনিক বিভাগে এই অফিসারদের পোস্টিং হয়। আইএএস অফিসারদের জন্য সর্বোচ্চ পদ দেশের ক্ষেত্রে ক্যাবিনেট সেক্রেটারি ও রাজ্যের ক্ষেত্রে মুখ্য সচিব।

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী একজন আইএএস অফিসার ৫৬,১০০ টাকা বেসিক বেতন পান। এর সঙ্গে যুক্ত হয় মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, পরিবহন ভাতা। মুদ্রাস্ফীতির ওপর নির্ভর করে কেন্দ্রীয় সরকার এই মহার্ঘ ভাতা দিয়ে থাকে। যা দেশের যে কোনও অংশে থাকা আইএএস-দের ক্ষেত্রেই প্রযোজ্য। বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয় মূল বেতনের ওপর ৮ থেকে ২৪ শতাংশ হারে। যেরকম শহরে তাঁরা চাকরি করেন, সেই শহরের শ্রেণিভেদে এই ভাতার নির্ধারণ হয়। এছাড়াও দেওয়া হয় পরিবহণ ভাতা। অর্থাৎ একজন আইএএস অফিসার সব মিলিয়ে মাসে ১ লক্ষ টাকা বেতন পান। এর পর অভিজ্ঞতা ও প্রমোশনের ভিত্তিতে বেতন বাড়তে থাকে। ক্যাবিনেট সেক্রেটারি পর্যায়ে পৌঁছলে বেতন বেড়ে দাড়ায় আড়াই লক্ষ টাকা। আইএএস অফিসারদের জুনিয়র স্কেল, সিনিয়র স্কেল, সুপার টাইম স্কেল সহ ভিন্ন বেতনক্রম রয়েছে। এর ভিত্তিতেই যাবতীয় ভাতা ও তার পরিমাণ ঠিক হয়। সাধারণভাবে প্রতি ৪ থেকে ৫ বছরে আইএএস অফিসারদের পদোন্নতি হয়ে থাকে। বছরে বেতন বৃদ্ধি হয় ১০০০ থেকে ৫০০০ টাকার মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 3 =