অষ্টম শ্রেণী পাশ? ইন্ডিয়া পোস্টে গ্রুপ- সি পদে রয়েছে কাজের সুযোগ, চটপট আবেদন করুন

কলকাতা: যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁদের জন্য সুখবর। কর্মী নিয়োগোর জন্য নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় পোস্ট অফিস৷ গ্রুপ সি পদে এমভি মেকানিক,…

job

কলকাতা: যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁদের জন্য সুখবর। কর্মী নিয়োগোর জন্য নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় পোস্ট অফিস৷ গ্রুপ সি পদে এমভি মেকানিক, ইলেট্রিশিয়ান সহ আরও বেশ কিছু বিভাগে একাধিক কর্মী নিয়োগ করা হবে৷
এখন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতগুলি শূন্যপদ রয়েছে-

M.V মেক্যানিক- ৪ টি, M.V ইলেট্রিশিয়ান- ১ টি, টাইরিম্যান- ১ টি, কার্পেন্টার- ০১ টি, ব্ল্যাকস্মিথতে রয়েছে ৩ টি শূন্যপদ৷

এই পদে মাসিক বেতন ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা। অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই আপনি ভারতীয় পোস্ট অফিসের গ্রুপ সি লেভেলের ট্রেড গুলোতে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে সংক্ষরিত শ্রেণি প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

অফলাইনে আবেদন জানাতে হবে৷ আবেদন জানানোর শেষ তারিখ ৩০ অগাস্ট৷