ভারতীয় সেনা নিয়োগ, টানা ১৫ দিন ধরে চলবে ব়্যালি

ভারতীয় সেনা নিয়োগ, টানা ১৫ দিন ধরে চলবে ব়্যালি

নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীর তরফে অন্ধ্রপ্রদেশে রিক্রুটমেন্ট ব়্যালি হতে চলেছে। অন্ধ্রপ্রদেশের ছ’টি জেলার প্রার্থীদের জন্য সমাবেশ করবে সেনা বিভাগ৷ এই ছ’টি জেলা হল শ্রীকাকুলাম, বিজয়নগর, বিশাখাপত্তনম, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, ইয়ানাম৷ আগামী ১৬ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া চলবে বিশাখাপত্তনমের ইন্দিরা প্রিয়দর্শিনী স্টেডিয়ামে। প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর ওয়েবসাইটে গিয়ে এই র্যা লির আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন৷ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ অগস্ট৷ এরপর আর কোনও আবেদনপত্র জমা পড়লে, তা গ্রহণযোগ্য হবে না।

করোনা পরিস্থিতির জন্য সমাবেশের দিন এক জায়গায় বেশি প্রার্থীকে জমা না হওয়ার ব্যাপারেও সেনাবাহিনীর তরফে  নির্দেশিকায় বলা হয়েছে। রিপোর্ট কেন্দ্রের বিষয়ে ভারতীয় সেনার তরফে প্রার্থীদের জানানো হয়েছে, ‘করোনা আবহে এক জায়গায় বিশাল জমায়েত এড়াতে প্রার্থীদের প্রধান সেন্টার ইন্দিরা প্রিয়দর্শিনী স্টেডিয়ামের নিকটবর্তী অঞ্চলের বিভিন্ন রিপোর্টকেন্দ্রে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হবে।’ পাশাপাশি রিপোর্টিংয়ের দিন প্রার্থীদের ব়্যালির ৯৬ ঘণ্টা আগে ইস্যু করা কোভিড ১৯ মুক্ত অথবা উপসর্গহীন সার্টিফিকেট এবং কোনও ঝুঁকি না থাকার সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক৷

উক্ত সমাবেশে সেনা জেনারেল ডিউটি, সেনা টেকনিক্যাল, সেনা টেকনিক্যাল (অ্যাভিয়েশন এবং অ্যামুনিশন পরীক্ষক), সেনা টেকনিক্যাল নার্সিং সহায়ক, নার্সিং সহায়ক পশুচিকিৎসক, সেনা ক্লার্ক এবং স্টোর কিপার টেকনিক্যাল এবং সেনা ট্রেডসম্যান পদের জন্য প্রার্থী মনোনয়ন করা হবে। প্রতিটি পদে চাকরি পেতেই মেডিক্যাল ফিটনেসের পরীক্ষা দিতে হবে। এই র্যা লিতে প্রার্থীরা ডাক্তারি পরীক্ষায় ফিট প্রমাণ হলে, সাধারণ প্রবেশিকা পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। নিয়োগ সমাবেশের জন্য ৯ অগস্ট ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সেই সঙ্গে আবহাওয়ার জন্য যাতে প্রার্থীদের অ্যাডমিট কার্ড এবং নথিপত্রগুলি নষ্ট না হয়, সেজন্য এগুলি ওয়াটার প্রুফ স্বচ্ছ ডকুমেন্ট স্লিভ বা শিট প্রোটেকশনে আনার কথা বলা হয়েছে  ভারতীয় সেনার তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + seventeen =