ইসরোয় টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি

ইসরোয় টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি

বেঙ্গালুরু: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে অর্থাৎ ইসরোয় কাজ করার স্বপ্ন দেখেন যাঁরা, তাঁদের জন্য সুখবর৷ সম্প্রতি  ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বেঙ্গালুরুতে তাদের সদর দফতরে স্নাতক, টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের ফর্ম ও বিস্তারিত জানা যাবে ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট isro.gov.in-এ৷ এর পরে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে সংস্থা।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে অনলাইন আবেদন পদ্ধতি:
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের পিডিএফ করে যাবতীয় ডকুমেন্টের ছবি ইমেল করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। অ্যাপ্রেনটিসশিপ পদের জন্য ২২.৭.২০২১ তারিখের আগেই আবেদন করতে হবে hqapprentice@isro.gov.in এই মেল অ্যাড্রেসে।

 

শূনপদ:
অ্যাপ্রেনটিসশিপ পদে মোট ৪৩টি শূন্যপদ রয়েছে।

 

স্কলারশিপ:
যোগ্য প্রার্থীদের নির্বাচনের পর স্নাতক অ্যাপ্রেনটিসশিপরা মাসে ৯০০০ টাকা এবং অন্যান্যরা মাসে ৮০০০ টাকা করে স্কলারশিপ পাবেন।

 

যোগ্যতা:
৬০ শতাংশ বা তার বেশি নম্বর প্রাপ্ত ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রার্থীরা অ্যাপ্রেনটিসশিপের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া ৬০ শতাংশ বা এর বেশি কম নম্বর প্রাপ্ত এমন ডিপ্লোমা করা প্রার্থীরা অ্যাপ্রেনটিসশিপ টেকনিশিয়ান পদের জন্য আবেদন করতে পারবেন। বাণিজ্যিক বিভাগের জন্য ২০ জন অ্যাপ্রেনটিসশিপ নেওয়া হবে। এছাড়াও ইসরোর এই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণ চলাকালীন অ্যাপ্রেনটিসশিপ পদের চুক্তি কার্যকর হতে ১২ মাস লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =