উত্তর দমদম পুরসভায় চাকরির সুযোগ

উত্তর দমদম পুরসভায় চাকরির সুযোগ

কলকাতা: উত্তর দমদম পুরসভায় প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অষ্টম শ্রেণি পাশ ও বাংলা জানা থাকলে শীঘ্রই এই পদে আবেদন করতে বলা হয়েছে৷ উত্তর দমদম পুরসভার অফিসিয়াল ওয়েবসাইট http://northdumdummunicipality.org গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
 

শূন্যপদ 
৫৮

 

শূন্যপদের বিবরণ
মজদুর-৩৭টি 
পিওন-৯টি 
হেল্পার- ৯টি 
জিডিএ-৪টি
অ্যাম্বুল্যান্স অ্যাটেন্ড্যান্ট-১

 

শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও বাংলা বা নেপালি ভাষা জানতে হবে৷

 

বয়স 
বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

 

প্রার্থী বাছাই 
প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে  ইন্টারভিউ দিতে হবে৷ ইন্টারভিউয়ের বিষয়ে প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইটেই জানানো হবে৷ 

 

আবেদন পদ্ধতি
শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, বয়সের প্রমাণে নথি ও অন্যান্য শংসাপত্র-সহ আবেদনপত্রটি পাঠাতে হবে THE CHAIRPERSON, BOARD OF ADMINISTRATOR, NORTH DUM DUM MUNICIPALITY,163, M.B.ROAD, BIRATI, KOLKATA-700051 এই ঠিকানায়৷ আবেদনপত্র পাঠাতে হবে। খামে কোন পদে আবেদন করা হচ্ছে, তা উল্লেখ করতে হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + one =