একাধিক শূন্যপদে ভারতীয় নৌসেনায় চাকরির সুযোগ

একাধিক শূন্যপদে ভারতীয় নৌসেনায় চাকরির সুযোগ

নয়াদিল্লি: ক্যাডেট এন্ট্রি স্কিমে আবেদনের জন্য সম্প্রতি ভারতীয় নৌসেনার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা  হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রার্থীদের ভারতীয় নৌসেনার অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in এ গিয়ে দেখতে হবে৷ ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ দিন আগামী ১০ অক্টোবর, ২০২১৷ । ভারতীয় নৌসেনার অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in এ আবেদনপত্র পেয়ে যাবেন প্রার্থীরা।
 

শূন্যপদের সংখ্যা
৩৫টি শূন্যপদ পদ রয়েছে

 

শিক্ষাগত যোগ্যতা
যে কোনও সরকার স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে হতে হবে। এছাড়া পদার্থ বিদ্যা, কেমিস্ট্রি ও গণিতে ৭০% নম্বর এবং ইংরাজিতে ৫০% নম্বর থাকা আবশ্যিক৷ 

 

বয়স 
প্রার্থীদের বয়স ২ জুলাই, ২০০২ থেকে ১ জানুয়ারি, ২০০৫ তারিখের মধ্যে হতে হবে।

 

নির্বাচন পদ্ধতি
মূলত জেইই মেইন এবং অল ইন্ডিয়া ব়্যাঙ্ক ২০২১ এর নিরিখে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। শর্টলিস্টেড প্রার্থীদের অক্টোবর-নভেম্বর ২১ তারিখ পর্যন্ত এসএসবির তরফে কলকাতা, বেঙ্গালুরু, ভোপাল, বিশাখাপত্তনমে  ইন্টারভিউ নেওয়া হবে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − nine =