হ্যারিকেন নিয়ে আন্দোলনে D.EL.Ed চাকরিপ্রার্থীরা

হ্যারিকেন নিয়ে আন্দোলনে D.EL.Ed চাকরিপ্রার্থীরা

বাঁকুড়া: রাজ্য সরকারের ঘোষণাই সার! এখনও একটা বড় অংশের টেট উত্তীর্ণরা নিয়োগপত্র পেলেন না। এই অভিযোগ তুলে বাঁকুড়ায় হাতে হ্যারিকেন নিয়ে এবার আন্দোলনে নামলেন প্রাথমিক শিক্ষক পদে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা।

মঙ্গলবার পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট (২০১৪) উত্তীর্ণ, বঞ্চিত ডি.এল.এড পরিবারে’র ব্যানারে শহরে মিছিল করেন আন্দোলনকারীরা। এরপর  জেলাশাসকের দপ্তরের সামনের তারা পৌঁছে অবস্থান আন্দোলন শুরু করেন।  আন্দোলনকারীদের দাবি, ২০২০ সালের ১১ নভেম্বর নবান্ন সভাগৃহ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৪ সালের ২০ হাজার টেট উত্তীর্ণ-প্রশিক্ষিত প্রার্থীদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ১৬ হাজার ৫০০ ও পরে ধাপে ধাপে বাকিদের নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। মোট ২০ হাজারের মধ্যে প্রায় ১২ হাজার নিয়োগপত্র পেয়েছেন। বাকিদের নিয়ে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

এমনকি টেট উত্তীর্ণ নয়, এমন  প্রার্থীরাও নিয়োগপত্র পেয়েছেন। এই অবস্থায় বঞ্চিতদের দলে রয়ে গেলেন একটা বড় অংশের টেট উত্তীর্ণ-প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা। রাজ্য সরকার নিয়োগপত্র নয়, তাদের হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়েছে বলে তারা দাবি করেন। দিশেহারা অবস্থায় তাদের আন্দোলনে নামা ছাড়া কোন রাস্তা খোলা নেই বলেই তাঁরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =