সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য চাকরি

সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য চাকরি

কলকাতা: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি৷ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। https://www.wbhealth.gov.in/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে৷ তবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই উক্ত পদে আবেদন করা যাবে৷
 

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
এই পদে আবেদনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সঙ্গে এমএস অফিসের জ্ঞান থাকা বাধ্যতামূলক।

 

সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
এই পদে আবেদনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সঙ্গে এমএস অফিসের জ্ঞান থাকা জরুরি।

 

বয়স
উক্ত পদে আবেদনের জন্য ১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর হতে হবে৷ 

 

আবেদন ফি
আবেদন ফি বাবদ প্রার্থীদের ব্যাঙ্কে ১০০ টাকা জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − seven =