অবসরপ্রাপ্ত কর্মীদের বদলে নতুনদের চাকরি, বড় সিদ্ধান্ত রাজ্যের

অবসরপ্রাপ্ত কর্মীদের বদলে নতুনদের চাকরি, বড় সিদ্ধান্ত রাজ্যের

কলকাতা: এবার কর্মী নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তৃতীয় বার ক্ষমতায় আসার পর সরকারি ক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্মীদের পুনরায় নিয়োগ করা নিয়ে বড় সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ বিভিন্ন দফতরের অবসরপ্রাপ্ত কর্মীদের আর রাখতে চাইছে না রাজ্য সরকার। সেখানে নতুন প্রার্থীদের চাকরির সুযোগ করে দিতে চাইছে নবান্ন।

কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের একটি চিঠিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে দ্রুত শূন্যপদ পূরণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই সিদ্ধান্তের ফলে খরচও কিছুটা কমানো সম্ভব হবে বলে মনে করছে প্রশাসনিক মহলের বড় অংশ। অবসরপ্রাপ্তদের বিভিন্ন দফতরে আধিকারিক ও কর্মী হিসেবে পুনরায় নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর৷ এবিষয়ে সমস্ত দফতরকে চিঠিও দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দফতরের অধীনস্থ বিভিন্ন সংস্থায় অবসরপ্রাপ্ত কর্মীদের পুনরায় নিয়োগ করা হয়ে থাকলে, নবান্নের তরফে সেই তথ্য পাঠাতেও নির্দেশ দেওয়া হয়েছে।

এমনকি কর্মীবর্গ দফতরের অনুমোদন ছাড়াই অবসরপ্রাপ্ত কর্মীদের পুনরায় কাজে বহাল করা হচ্ছে  বলে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের চিঠিতে উল্লেখ করা হয়েছে৷ সেই কারণেই অবসরপ্রাপ্ত কর্মীদের  পুনরায় নিয়োগ সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে দ্রুত পাঠাতে বলা হয়েছে৷ আর সেখানে পুনরায় কর্মী নিয়োগের দিনক্ষণ সংক্রান্ত যাবতীয় তথ্য উল্লেখ থাকা বাধ্যতামূলক। এর  সঙ্গেই কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে প্রতি মাসে ৭ তারিখের মধ্যে অবসর নেওয়া কর্মীদের নামের তালিকা পাঠাতেও নির্দেশ দেওয়া হয়েছে৷ কোনও কর্মীর মৃত্যু হলে, সেই তথ্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশও দেওয়া  হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 12 =