প্রায় ৭ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ, আবেদনের জন্য আর মাত্র কয়েক ঘণ্টা সময়

প্রায় ৭ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ, আবেদনের জন্য আর মাত্র কয়েক ঘণ্টা সময়

নয়াদিল্লি: দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের নিয়োগ প্রক্রিয়া শেষের পথে। ট্রেনড গ্র্যাজুয়েট টিচার, অ্যাসিস্টেন্ট টিচার সহ বিভিন্ন পদে আবেদনের তারিখ ২৪ জুন শেষ হতে চলেছে৷ ফলে আজ,  মধ্যরাতের মধ্যে আবেদন করতে হবে৷ হাতে আর কিছুক্ষণ সময় রয়েছে। এখনও ইচ্ছুক প্রার্থীদের তাড়াতাড়ি আবেদন জমা করতে বলা হয়েছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট dsssb.delhi.gov.in-এ গিয়ে৷ এখানে মোট শূন্যপদ ৭,৩২৬টি।
 

শূন্যপদের সংখ্যা:
ট্রেনড গ্র্যাজুয়েট টিচার- প্রাথমিক পদে ৬,৩৫৮
অ্যাসিস্টেন্ট টিচার- নার্সারি পদে ৫৫৪
জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট- ২৭৮
কাউন্সিলর- ৫০
হেড ক্লার্ক- ১২
পাটোয়ারি- ১০

 

ডিএসএসএসবি রিক্রুটমেন্ট ২০২১: শিক্ষাগত যোগ্যতা:
ট্রেনড গ্র্যাজুয়েট টিচার পদে আবেদনের জন্য ইচ্ছুর প্রার্থীর যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে ডিগ্রি থাকতে হবে। টিচিং এডুকেশনে ডিপ্লোমা থাকা আবশ্যিক৷ সঙ্গে CTET থাকতে হবে।
প্রাথমিকে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদনের জানাতে প্রার্থীকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। টিচিং এডুকেশনে ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। CTET থাকতে হবে।
নার্সারি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদন জানানোর জন্য NTT ট্রেনিং/ B.Ed ডিগ্রি সহ দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।
জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের ক্ষেত্রে  এক মিনিটে ইংরাজিতে ৩৫ এবং হিন্দিতে ৩০ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে৷ এছাড়াও প্রার্থীকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
কাউন্সিলর পদে আবেদন করতে প্রার্থীর ফিজিওলজিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
হেড ক্লার্ক পদের জন্য কম্পিউটার শিক্ষায় দক্ষতার সঙ্গেই স্নাতক ডিগ্রি থাকতে হবে।
পাটোয়ারি পদের জন্য যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

 

আবেদন ফি:
জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ১০০ টাকা করে আবেদন ফি লাগবে৷ এক্ষেত্রে মহিলা, SC, ST, ও PwD প্রার্থীদের জন্য ছাড় রয়েছে৷

 

বেতন:
বিভিন্ন ধরনের পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে নানা অঙ্কের বেতন কাঠামো করা হয়েছে। বেতন মাসিক ২০,২০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা পর্যন্ত মিলতে পারে৷ পাশাপাশি বাড়তি কিছু ভাতাও যুক্ত হবে। আরও বিস্তারিত জানতে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট dsssb.delhi.gov.in-এ গিয়ে দেখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 9 =