উৎসশ্রী পোর্টালে বাড়ছে উৎসাহ, সহজ হচ্ছে বদলির শর্ত

উৎসশ্রী পোর্টালে বাড়ছে উৎসাহ, সহজ হচ্ছে বদলির শর্ত

কলকাতা: রাজ্যে শিক্ষক বদলি সংক্রান্ত সমস্যা সমাধানে আনা হয়েছে উৎসশ্রী প্রকল্প৷ সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বদলির জন্য ইতিমধ্যেই বেশ কিছু শর্ত শিথিল করা হয়েছে৷ উৎসশ্রী প্রকল্প নিয়ে শিক্ষকদের মধ্যে উৎসাহ বিস্তর৷ সেই সঙ্গে আসছে নানা শর্ত শিথিলের আর্জি৷ তাতে সাড়া দিয়েছে স্কুল শিক্ষা দফতরও৷ শিক্ষক বদলির প্রক্রিয়া যাতে সমৃণ হয়, সেই দিকেও নজর দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- তৃণমূলের সাংসদ পদ কি ছাড়বেন শিশির? জল্পনা বাড়ালেন শান্তিকুঞ্জের কর্তা

২ অগাস্ট থেকে শুরু হয়েছে বদলির আবেদন প্রক্রিয়া৷ যা ব্যপক সাড়া ফেলেছে৷ এখনও পর্যন্ত কোন কোন শর্তে ছাড় পেয়েছেন শিক্ষকরা? প্রথমে চাকরির পাঁচ বছর পূর্ণ না হওয়ায়, চারটি বিশেষ কারণে বদলির আবেদন করা যাচ্ছিল না৷ এখন করা যাচ্ছে৷ পাঁচ বছর না হওয়ায় আগে মিউচুয়াল বদলির সুযোগও পাচ্ছিলেন না শিক্ষকরা৷ কিন্তু সেই বিধি নিষেধ প্রত্যাহার করা হয়েছে৷ এছাড়াও আগে উৎসশ্রী পোর্টালে বাড়ি থেকে স্কুলের দূরত্ব ২০০ কিলোমিটার হলে ৪ নম্বর দেওয়া হচ্ছিল৷ এখন ৩০০ কিলোমিটার বা তার বেশি হলে ৬ নম্বর দেওয়া হচ্ছে৷

যদিও শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারীর অভিযোগ, ‘‘জুনিয়র স্কুল এবং উচ্চমাধ্যমিক সেকশনের শিক্ষক-শিক্ষিকাদের বদলির ক্ষেত্রে এখনও সমস্যা রয়েছে। তাঁদের সমস্যা সমাধানেও স্কুলশিক্ষা দফতররে সমান উদ্যোগী হতে হবে।’ এক শিক্ষকের কথায়, ‘কনফার্মড’ শিক্ষক-শিক্ষাকর্মীরা মিউচুয়াল বদলির আবেদন করতে পারছেন। তবে এখন বহু শর্ত শিথিল করা হচ্ছে৷ এই সংক্রান্ত বিষয়টিও ভেবে দেখা উচিত৷ 

আরও পড়ুন- বর্ষায় ভেঙে পড়ল বাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন দম্পতি

অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াইয়ের দাবি, ‘অন্য জেলায় কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিজ জেলায় ফিরিয়ে আনার জন্য পোর্টালে ডিস্ট্রিক্ট ট্রান্সফার অপশন যুক্ত হোক।’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =