প্রতিরক্ষা মন্ত্রকে ৪০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

প্রতিরক্ষা মন্ত্রকে ৪০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

নয়াদিল্লি:  ৪০০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রতিরক্ষ মন্ত্রক৷  এএসসি সেন্টার নর্থ ও সাউথ মিলিয়ে বিভিন্ন পদে নিয়োগ করা হবে৷ গত ২৮ অগস্ট এমপ্লয়মেন্ট নিউজে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি জারি হওয়ার ২১ দিনের মধ্যে প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। 
 

শূন্যপদের বিবরণ এএসসি সেন্টার নর্থ
সিভিল মোটর ড্রাইভার (পুরুষ)- ১১৫ জন৷ এর মধ্যে ইউআর-৫০, এসসি-৩, এসটি-২৯, ওবিসি-২২, ইডব্লিউএস-১১
ক্লিনার- ৬৭ জন৷ এর মধ্যে ইউআর-২৩, এসসি-২, এসটি-১৪, ওবিসি-২২, ইডব্লিউএস-৬ 
কুক – ১৫ জন৷ এর মধ্যে এসটি-৬, ওবিসি-৮, ইএসএম-১
সিভিলিয়ান ক্যাটারিং ইনস্ট্রাকটর -৩ জন৷ এর মধ্যে এসসি-১, এসটি-১, ওবিসি-১ 
এএসসি সেন্টার নর্থ
লেবার (পুরুষ)- ১৯৪জন৷ এর মধ্যে ইউআর-৭৭, এসটি- ৫৪, ওবিসি-৪৩, ইডব্লিউএস-১৯ 
এমটিএস (সাফাইকর্মী)- ৭ জন৷ এর মধ্যে ইউআর-৩, ওবিসি-৪৷ পুরুষরা অগ্রাধিকার পাবেন৷

 

বেতন 
সিভিল মোটর ড্রাইভাররা ১৯,৯০০টাকা ছাড়াও ডিএ ও অন্যান্য সুবিধা পাবেন৷
ক্লিনার পদে নিযুক্তরা ১৮,০০০টাকা ছাড়াও ডিএ ও অন্যান্য সুবিধা পাবেন৷
কুক পদের জন্য ১৯,৯০০টাকা ছাড়াও ডিএ ও অন্যান্য সুবিধা দেওয়া হবে৷
সিভিলিয়ান ক্যাটারিং ইনস্ট্রাকটর পদের ক্ষেত্রে ১৯,৯০০টাকা ছাড়াও ডিএ ও অন্যান্য সুবিধা দেওয়া হবে৷
এমটিএস পদে নিযুক্তরা ১৮,০০০টাকা সহ ডিএ ও অন্যান্য সুবিধা পাবেন৷
লেবাররা ১৮,০০০টাকা সহ ডিএ ও অন্যান্য সুবিধা পাবেন৷

 

শিক্ষাগত যোগ্যতা 
উক্ত পদগুলিতে আবেদন করতে হলে জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতেই হবে। সেই সঙ্গে নির্দিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। 

 

বয়স 
সিভিল ক্যাটারিং ইনস্ট্রাকটর, ক্লিনার, কুক, ট্রেডসম্যান লেবার, লেবার এবং এমটিএসের (সাফাইকর্মী) ক্ষেত্রে ১৮-২৫ বছর হতে হবে৷
সিভিল মোটর ড্রাইভার ১৮-২৭ বছর হতে হবে৷

 

প্রার্থী বাছাই 
এই ক্ষেত্রে ফিজিক্যাল, প্র্যাকটিক্যাল ও লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

 

আবেদন পদ্ধতি
আবেদনের জন্য প্রার্থীদের একটা খামে নিজের সম্পর্কে বিস্তারিত প্রমাণ সহ নথি দিয়ে লেবার ও এমটিএস সাফাইকর্মীর জন্য আবেদন করতে হবে নিম্নলিখিত ঠিকানায়৷ টু দ্য প্রিসাইডিং অফিসার, সিভিলিয়ান ডিরেক্ট রিক্রুটমেন্ট বোর্ড, সিএইচকিউ, এএসসি সেন্টার (সাউথ)- ২ এটিসি, আগ্রাম পোস্ট, ব্যাঙ্গালোর-০৭৷ একইভাবে অন্য পদগুলির জন্য নিম্নলিখিত ঠিকানায় আবেদন করতে হবে৷ টু দ্য প্রিসাইডিং অফিসার, সিভিলিয়ান ডিরেক্ট রিক্রুটমেন্ট বোর্ড, সিএইচকিউ, এএসসি সেন্টার (নর্থ)- ১ এটিসি, আগ্রাম পোস্ট, ব্যাঙ্গালোর-০৭৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + seventeen =