কলকাতা: ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সংস্থায় অধ্যাপক নিয়োগ করা হবে।সংস্থায় মোট ১২৩টি শূন্যপদ রয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে এই সংস্থায় সহকারী অধ্যাপক, সহকারী লাইব্রেরিয়ানের পদ রয়েছে ৩২টি, সহযোগী অধ্যাপকের পদ রয়েছে ৫৮টি এবং অধ্যাপকের পদ রয়েছে ৩৩টি। মোট ১২৩ টি শূন্যপদ এনসিআরটিতে। সংস্থায় অধ্যাপক হিসেবে নিয়োগ হবে মূলত দিল্লি, আজমীর, ভোপাল, ভুবনেশ্বর, মাইসোর এবং শিলং-এ। আগামী ১৬ অগাস্টের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র পাঠাতে হবে।
উৎসাহী প্রার্থীরা https://ncert.nic.in/ এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন এবং এই নিয়োগের বিষয়ে সমস্ত রকম খবর জানতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই আবেদনের জন্য অসংরক্ষিত, ইডব্লিউএস এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ১০০০ টাকা আবেদনের ফি জমা করতে হবে। মহিলা প্রার্থী এবং অন্যান্য সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীদের কোনও আবেদন মূল্য দিতে হবে না। একবার ফি জমা দিয়ে দিলে তা আর ফেরতযোগ্য নয়। অনলাইনেই করতে হবে আবেদনের ফি জমা।
অধ্যাপক পদে নির্বাচিত হলে প্রার্থী মাসিক ১ লাখ ৪৪ হাজার ২০০ টাকা বেতন পাবেন লেভেল ১৪ অনুসারে। সহযোগী অধ্যাপক হিসেবে বেতন পাবেন মাসিক ১ লাখ ৩১ হাজার ৪০০ টাকা লেভেল ১৩এ অনুসারে। সবশেষে লেভেল ১০ অনুসারে মাসে ৫৭ হাজার ৭০০ টাকা বেতন পাবেন সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেলে।