রেলে আড়াই লক্ষেরও বেশি শূন্যপদ! ফাঁকা পড়ে গেজেটেড অফিসারের পদও

রেলে আড়াই লক্ষেরও বেশি শূন্যপদ! ফাঁকা পড়ে গেজেটেড অফিসারের পদও

নয়াদিল্লি:  ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনার পর রেলের রক্ষাণাবেক্ষণ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল৷ রেলের পরিকাঠামো আরও মজবুত করার দাবিও তোলা হয়েছিল৷ কর্মী ইউনিয়নের অভিযোগ, রক্ষণাবেক্ষণ-সহ রেলের বিভিন্ন স্তরে অজস্র পদ খালি পড়ে রয়েছে৷ কিন্তু কর্মী নিয়োগ না হওয়ায় কাজকর্ম ব্যহত হচ্ছে৷ এই মুহূর্তে রেলে ২,৬৫,৫৪৭টি শূন্যপদ রয়েছে৷ এর মধ্যে রয়েছে গেজেটেড অফিসারের পদও৷ 

আরও পড়ুন- SSC Group D: এখনই কোনও নিষ্পত্তি নয়, সময় চাই অনুসন্ধান কমিটির

এখন সংসদে চলছে বাদল অধিবেশন৷ রাজ্যসভায় এক বিবৃতিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলে প্রচুর শূন্যপদ রয়েছে৷ সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে উত্তর রেলে নন-গেজেটেড অফিসার পদে (৩৭,৪৩৬টি)৷ একই পদে পূর্ব রেলে খালি রয়েছে ২৮,২০৪টি আসন৷  পূর্ব রেলেই গেজেটেড অফিসার শ্রেণিতে সর্বাধিক (১৯৫) পদ খালি রয়েছে৷ গত দু’বছর ধরে রেলের সেফটি ক্যাটেগরি-সহ বিভিন্ন শ্রেণিতে শূন্য পদের সংখ্যা বেড়েছে বলে বিভিন্ন শ্রমিক সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে। এ প্রসঙ্গে রেল মন্ত্রীর বক্তব্য, রেলে ধারাবাহিক ভাবে নিয়োগ করা হয় এবং এই প্রক্রিয়া চালু রয়েছে। 

তথ্য অনুসারে, এই মুহূর্তে কলকাতা মেট্রোয় গেজেটেড অফিসার পদে রয়েছে ২২টি শূন্যপদ। নন-গেজেটেড পদ খালি রয়েছে ৮৫৬টি। উত্তর-দক্ষিণ মেট্রো থেকে কর্মীদের বদলি করে আনা হয়েছে শহরে৷ তাঁরাই নতুন এবং সম্প্রসারিত মেট্রো পথের স্টেশনের কাজ সামাল দিচ্ছে। এছাড়াও দক্ষিণ-পূর্ব রেলে ১৩৭টি গেজেটেড , ১৬,৮৪৭টি নন-গেজেটেড শূন্যপদ রয়েছে। নর্থ ফ্রন্টিয়ার রেলে ১১২টি গেজেটেড এবং ১৫,৬৭৭টি নন-গেজেটেড শূন্যপদ রয়েছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − thirteen =