২৫২৭১ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি SSC-র!

২৫২৭১ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি SSC-র!

নয়াদিল্লি: পুলিশের চাকরিতে বিপুল শূন্যপদের ঘোষণা করে সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন, সংক্ষেপে এসএসসির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে পুলিশের কনস্টেবল (জেনেরাল ডিউটি) এবং রাইফেলম্যান (জেনেরাল ডিউটি) এই দুই পদে কর্মী নিয়োগ করা হবে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এ অনলাইনে আবেদনপত্র দাখিল করতে হবে। বিস্তারিত তথ্যের জন্যও স্টাফ সিলেকশন কমিনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in গিয়ে প্রার্থীদের দেখতে বলা হয়েছে৷ এছাড়া ইউএমএএনজি অ্যাপ থেকেও এই সরকারি চাকরির জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে। ১৭ জুলাই, ২০২১ থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়েছে, ৩১ অগস্ট, ২০২১ পর্যন্ত সময় আছে।
 

শূন্যপদ:
সব মিলিয়ে মোট ২৫,২৭১ পদে কর্মী নিয়োগ করা হবে। বর্ডার সিকিউরিটি ফোর্স, সংক্ষেপে বিএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সংক্ষেপে সিআইএসএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সংক্ষেপে সিআরপিএফ, ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ, সংক্ষেপে আইটিবিপি, সশস্ত্র সীমা বল, সংক্ষেপে এসএসবিতে ২৫,২৭১ কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছে স্টাফ সিলেকশন কমিশন।

 

শিক্ষাগত যোগ্যতা:
দশম শ্রেণি পাশ উত্তীর্ণ হলেই জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা।

 

বয়স:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে থাকতে হবে বাঞ্ছনীয়।

 

নিয়োগ প্রক্রিয়া:
যোগ্য প্রার্থীদের প্রথমে একটি পরীক্ষা নেওয়া হবে৷ পরীক্ষার তারিখ সেপ্টেম্বর মাসে ঘোষণা করবে বলে জানিয়েছে স্টাফ সিলেকশন কমিশন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 16 =