ভেটেরিনারি সার্ভিসে সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি

ভেটেরিনারি সার্ভিসে সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি

ওড়িশা: ওড়িশা ভেটেরিনারি সার্ভিসের ভেটেরিনারি সহকারী সার্জন, গ্রুপ-বি পদগুলিতে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে ওড়িশার মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট-http://www.opsc.gov.in -এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীরা ভেটেরিনারি সহকারী সার্জন পদগুলিতে ১৮ জুন, ২০২১ থেকে আবেদন জমা দেওয়া হয়েছে৷ আবেদনের শেষ দিন ২৩ জুলাই, ২০২১৷ ৩৫১ টি শূন্যপদ রয়েছে, যা ওড়িশা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পূরণ করা হবে।
 

শূন্যপদগুলি হল:
অসংরক্ষিত পদে ৯৬ টি, এসইবিসি ৩৭টি, তপশিলি জাতি ৬২টি, তপশিলি উপজাতি ১৫৬টি। মোট ৩৫১ টি শূন্যপদের মধ্যে ১৪টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত৷ যাঁরা স্থায়ী ভাবে ৪০% এবং আরও বেশি প্রতিবন্ধী, তাঁরাই আবেদনের যোগ্য৷ ১১ টি শূন্যপদ প্রাক্তন সেনা কর্মীদের এবং ৪টি শূন্যপদ ক্রীড়া ব্যক্তিদের জন্য সংরক্ষিত।

 

বয়স: 
১ জানুয়ারি, ২০২১ হিসেবে প্রার্থীদের অবশ্যই ২১ বছর থেকে ৩২ বছর বয়সের মধ্যেই হতে হবে। প্রার্থীকে ২ জানুয়ারি ১৯৮৯ এর আগে আবার ২০০০ সালের ১ জানুয়ারির পরে জন্মগ্রহণ করলে চলবে না। তবে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জাতি সহ অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ৫ বছর ছাড় দেওয়া হবে৷ এছাড়া ওবিসি/ এসসি/ এসটি বিভাগের অন্তর্গত প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে ১৫ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে৷

 

শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীকে অবশ্যই পশুপালন ও পশুচিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী বা এর সমতুল্য ভারতে বা বিদেশের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী এবং ওড়িশা পশুচিকিৎসা অনুশীলনকারী আইন, ১৯৭০ এর আওতায় রেজিষ্ট্রেশন থাকা আবশ্যিক৷

 

পরীক্ষার ফি:
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা ফি দিতে হবে। তবে তফশিলি জাতি ও তফশিলি উপজাতি এবং প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি প্রদান করত হবে না৷

 

নির্বাচনের পদ্ধতি:
এই পদগুলিতে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হবে।

 

পরীক্ষার স্থান:
লিখিত পরীক্ষা কটক / ভুবনেশ্বরে হবে।

 

কীভাবে আবেদন করবেন:
প্রার্থীদের অবশ্যই ওপিএসসির http://opsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অন্য কোনও ওয়েবসাইটের মাধ্যমে করলে তা গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের সাম্প্রতিক তোলা দু’টি পাসপোর্ট সাইজের ছবি নিজের কাছে রাখতে হবে যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অনলাইন আবেদন ফর্মটিতে আপলোড করা হবে। অনলাইনে রেজিস্ট্রেশন জমা দেওয়ার পরে, প্রার্থীদের একটি স্থায়ী পাবলিক সার্ভিস অ্যাকাউন্ট নম্বর দেওয়া হবে।

 

বেতন:
নির্বাচিত প্রার্থীদের নিয়োগের পরে ৪৪,৯০০ বেতন দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − eight =