শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলেজে নন-টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলেজে নন-টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি

কলকাতা: শ্যামাপ্রসাদ মুখার্জী কলেজে নন-টিচিং স্টাফ নিয়োগ করা হবে। মোট ১৯টি শূন্যপদে নন-টিচিং স্টাফ নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা শ্যামা প্রসাদ মুখার্জী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করার শেষ তারিখ ১৬ জুলাই, ২০২১।

শ্যামাপ্রসাদ মুখার্জী কলেজে নন-টিচিং স্টাফ হিসেবে জুনিয়র অ্যাসিস্টেন্ট, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, লাইব্রেরি অ্যাটেনডেন্ট, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্টেন্ট, সিনিয়র অ্যাসিস্টেন্ট, ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট (কম্পিউটার), অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তবলা অ্যাকম্পানিস্ট পদে নিয়োগ করা হবে।
 

যোগ্যতা
জুনিয়র অ্যাসিস্টেন্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউশন থেকে ১০+২ সার্টিফিকেট বা তার সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যিক। প্রার্থীকে ইংরেজিতে ৩৫ ওয়ার্ডস পার মিনিট অথবা হিন্দিতে ৩০ ওয়ার্ডস পার মিনিট টাইপিং স্পিড রাখতে হবে।

ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞান বিষয় নিয়ে দশম শ্রেণি বা তার সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে।
লাইব্রেরি অ্যাসিস্টেন্ট পদের জন্য আবেদনকীদের যে কোনও রাজ্য থেকে অবশ্যই দশম শ্রেণি বা তার সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে। প্রার্থীর কাছে কোনও স্বীকৃত ইনস্টিটিউশনের লাইব্রেরি সায়েন্স/লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক৷

সিনিয়র পার্সোনাল অ্যাসিস্টেন্ট  পদের জন্য আবেদনকারী প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রাইভেট সেক্রেটারি/পার্সোনাল অ্যাসিস্টেন্ট/স্টেনোগ্রাফার/এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্ট/সরকারি বিভাগে এক্সিকিউটিভ সেক্রেটারি/বিশ্ববিদ্যালয়ে/অটোনোমাস বডিস/পিএসইউএস/সরাকরি স্বীকৃত এডুকেশনাল ইনস্টিটিউশন। এগুলি মধ্যে যে কোনও একটিতে কাজের অভিজ্ঞতা থাকা জরুরি৷

সিনিয়র অ্যাসিস্টেন্ট পদে আবেদনকীরদের কম্পিউটার জ্ঞান-সহ যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট (কম্পিউটার) পদে আবেদনের জন্য প্রার্থীকে ১০+২ অথবা সমতুল্য বিজ্ঞান বিষয় বা প্রাসঙ্গিক বিষয় নিয়ে উত্তীর্ণ হতে হবে।

অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ৫৫% নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি বা সমতুল্য নূন্যতম গ্রেড বি থাকতে হবে ইউজিসি সেভেন পয়েন্ট স্কেলে। যাঁরা এলএলবি অথবা এমবিএ বা সিএ/আইসিডব্লুউএ বা এমসিএ বা এম.ফিল/পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন অথবা যাদের ৩ বছরের অভিজ্ঞতা আছে সুপারভাইজারি বা সমতুল্য সরকারি কোনও বিভাগে গ্রেড বি ক্যাডার হিসাবে কাজ করছেন/বিশ্ববিদ্যালয়/এডুকেশনাল বা রিসার্চ ইনস্টিটিউশন/টিচিং এবং/বা রিসার্চ নিয়ে যাদের অভিজ্ঞতা রয়েছে তাঁরা আবেদন করতে পারবেন।

তবলা অ্যাকম্পানিস্ট হিসেবে চাকরি পেতে প্রার্থীদের তবলায় পারদর্শীতা/পাখোয়াজ বাজানোর জ্ঞান থাকতে হবে (ক্লাসিকাল এবং সেমিক্লাসিকেলের ক্ষেত্রে)। তবলা/পাখোয়াজ বাজানো নিয়ে ডিগ্রি, অথবা ডিপ্লোমা/১০+২ সার্টিফিকেট থাকতে হবে যে কোনও বোর্ড থেকে এবং তবলা/পাখোয়াজ বাজানোয় যে কোনও প্রতিষ্ঠিত গুরুর কাছ থেকে অন্তত ৬ বছরের ট্রেনিং প্রাপ্ত হতে হবে।
 

বয়স 
তবলা অ্যাকম্পানিস্টের জন্য ৪৫ বছর, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার/সিনিয়র পার্সোনাল অ্যাসিস্টেন্টের ক্ষেত্রে ৩৫ বছর, সিনিয়র অ্যাসিস্টেন্ট/ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট (কম্পিউটার)/ল্যাবরেটরি অ্যাটেডেন্ট/লাইব্রেরি অ্যাটেডেন্টদের জন্য ৩০ বছর, জুনিয়র অ্যাসিস্টেন্ট পদের জন্য ২৭ বছর বয়সসীমা ধার্য করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 8 =