অবিলম্বে নিয়োগ চাই, ভবানী ভবনের সামনে পুলিশের চাকরি প্রার্থীদের তুমুল বিক্ষোভ

অবিলম্বে নিয়োগ চাই, ভবানী ভবনের সামনে পুলিশের চাকরি প্রার্থীদের তুমুল বিক্ষোভ

কলকাতা: ভবানী ভবনের সামনে তুমুল বিক্ষোভ রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরি প্রার্থীদের৷ অভিযোগ, ২০১৯ সাল থেকে নিয়োগ পক্রিয়া সম্পন্ন করা হয়নি তাঁদের৷  হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে স্যাট৷

আরও পড়ুন- ‘নিজেদের নাক কেটে যাত্রা ভঙ্গ করেছে BJP-ই ’, বিধানসভায় স্বপ্নভঙ্গে বিস্ফোরক শুভেন্দু

এক চাকরিপ্রার্থী জানান, গত ২৭ জানুয়ারি তাঁদের  নিয়োগপত্র দেওয়া হয়৷ বলা হয় ২৮ জানুয়ারি অফিসিয়ালি জয়েনিং হবে৷ কিন্তু ২৭ তারিখ সকাল ১১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সমস্ত তথ্য প্রস্তুত করার পর সন্ধ্যা ৬টা ১৫ নাগাদ বলা হয়, নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে৷ অথচ হাইকোর্টের নির্দেশ ছিল, ৩ মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে হবে৷ কিন্তু স্যাট সেটা করেনি৷ অপর এক চাকরিপ্রার্থী বলেন, যেখানে সাড়ে ৬ হাজার নিয়োগ করার কথা বলা হয়েছিল, সেখানে মাত্র ২ হাজার প্রার্থী নিয়োগ করা হল৷ বাকীরা কি পরীক্ষায় পাশ করেননি? তাঁদের নিয়োগ করা হচ্ছে না কেন? যাঁরা কাট অফ মার্কস না পেয়ে মামলা করেছে, তাঁদের কেন গ্র্যান্ড করা হল? তাঁদের দাবি, অবিলম্বে নিয়োগ দিতে হবে৷ অভিযোগ, হাইকোর্ট ৩ মাসের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দিলেও ৯ মাস পেরিয়ে গিয়েছে৷ এখনও বন্ধ স্যাট৷ 

আরও পড়ুন- ‘দিদি’র ‘অনুপ্রেরণা’য় চটি পায়ে জনতার দুয়ারে কল্পতরু বিধায়ক!

রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনের মূল দরজার সামনে এদিন জড়ো হন হাজার হাজার চাকরিপ্রার্থী৷ বেলা ১২টা বিক্ষোভের কর্মসূচি থাকলেও, তার আগেই চাকরি প্রার্থীরা ভবানী ভবনের সামনে জড়ো হতে শুরু করেন৷ এই বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে৷ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা চাকরিপ্রার্থীদের বোঝানোর চেষ্টা করছেন৷ কিন্তু নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 2 =