তৃতীয়ার রাতে ৩টি নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা PSC-র

কলকাতা: পুজোর আগেই মিলতে পারে সুখবর৷ সেই খবর আগেই প্রকাশ করেছিল আজ বিকেল ডট কম৷ এবার সেই ইঙ্গিতকে বাস্তব করে তৃতীয়ার রাতে ৩টি নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন৷ সোমবার W.B.C.S. (Exe.) ২০১৮ মেন পরীক্ষার পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিল পিএসসি৷ আজ তৃতীয়ার রাতে জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার ২০০৭ পরীক্ষার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে

তৃতীয়ার রাতে ৩টি নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা PSC-র

কলকাতা: পুজোর আগেই মিলতে পারে সুখবর৷ সেই খবর আগেই প্রকাশ করেছিল আজ বিকেল ডট কম৷ এবার সেই ইঙ্গিতকে বাস্তব করে তৃতীয়ার রাতে ৩টি নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন৷

সোমবার W.B.C.S. (Exe.) ২০১৮ মেন পরীক্ষার পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিল পিএসসি৷ আজ তৃতীয়ার রাতে জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার ২০০৭ পরীক্ষার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে পিএসসির তরফে৷ একইসঙ্গে জুনিয়ার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ২০১৭ মেধাতালিকা প্রকাশ করেছে পিএসসি৷ মাধাতালিকা প্রকাশ করার পাশাপাশি সমস্ত বিভাগে কাট অফ মার্কস, ক্যাটাগরি অনুযায়ী ওয়েবসাইটে তথ্য প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন৷ পাশাপাশি গত ২৯ সেপ্টেম্বর প্রাণিসম্পদ উন্নয়ন সহকারি পদে নেওয়া লিখিত পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করেছে কমিশন৷ (ফলাফল দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- www.pscwbonline.gov.in/apps/home/)

যদিও এর আগে পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে৷ কিন্তু চেয়ারম্যান পদে রদবদল ঘটার পর থেকেই কমিশনের ঘুঘুর বাসা কিছুটা হলেও মুক্তি মিলছে বলে মনে করছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ এই নিয়ে গত ২৩ সেপ্টেম্বর পিএসসি দুর্নীতি মুক্তমঞ্চের তরফে ইন্দ্রজিৎ ঘোষের নেতৃত্বে কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসুর সঙ্গে দেখা করেন চাকরিপ্রার্থীদের একাংশ৷

সেখানেই পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান চাকরিপ্রার্থীদের বেশ কিছু সুখবর দেওয়ার আগাম ঘোষণা করেন৷ একই সঙ্গে এখন থেকে প্রতিটি নিয়োগ পরীক্ষার এক সপ্তাহের মধ্যে উত্তরপত্র প্রকাশ করা হবে বলেও আশ্বাস দেন চেয়ারম্যান৷ আর সেই সুবাদে গত ২৯ সেপ্টেম্বর নেওয়া নিয়োগ পরীক্ষার উত্তরপত্র আজ প্রকাশিত হয়েছে কমিশনের ওয়েব সাইটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =