ডিসট্রিক্ট পাবলিক রিলেশন অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি

ডিসট্রিক্ট পাবলিক রিলেশন অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি

পাটনা: বিহারে ডিসট্রিক্ট পাবলিক রিলেশন অফিসার পদে পুনরায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ বিহার পাবলিক সার্ভিস কমিশনের আওতায় এই নিয়োগ প্রক্রিয়া হবে৷ এর আগেও এই পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছিল। এখন আবারও তা শুরু হল৷ যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে বলা হয়েছে। এই পদে আবেদন ৫ জুলাই ২০২১ পর্যন্তই আবেদন করা যাবে।
এই পদে মোট ৩১টি শূন্যপদ রয়েছে৷ তবে বিহার সরকারের নিয়ম অনুযায়ী, শূন্যপদের ৩৫% মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

বিপিএসসি ডিপিআরও রিক্রুটমেন্ট ২০২১: আবেদনের পদ্ধতি
বিপিএসসির অফিশিয়াল ওয়েবসাইট http://www.bpsc.bih.nic.in এ গিয়ে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে, বিস্তারিতভাবে সমস্ত তথ্য দিতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে, লগ ইন করতে হবে৷ এরপর ফর্মটি ফিলআপ করে আবেদন ফি জমা করতে হবে। সব হয়ে গেলে সাবমিট করে দিতে হবে। ফর্মের কপি ডাউনলোড করে একটি হার্ডকপি সঙ্গে রেখে দিতে হবে।

শূন্যপদ
ইউআর ক্যাটাগরিতে শূন্যপদের সংখ্যা ১০টি
ইডব্লিউএস ক্যাটাগরিতে ৩টি শূন্যপদ
এসসি ক্যাটাগরিতে শূন্যপদ ৬টি
এসটি ক্যাটাগরিতে ১টি শূন্যপদ
ইবিসি ক্যাটাগরিতে শূন্যপদের সংখ্যা  ৭টি
বিসি ক্যাটাগরিতে ৩ শূন্যপদ
বিসি মহিলা ক্যাটাগরিতে ১টি শূন্যপদ

 

আবেদন ফি
জেনারেল বা অসংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ৭০০ টাকা আবেদন ফি দিতে হবে। এসসি, এসটি, পিডব্লিউডি ও মহিলা প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে৷

 

যোগ্যতা
বিহার পাবলিক সার্ভিস কমিশনের পাবলিক রিলেশন অফিসার পদে চাকরি পেতে প্রার্থীদের দেশের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে ডিগ্রি অথবা সমতুল্য বিষয়ে ডিগ্রি থাকা বাধ্যতামূলক৷

 

বয়স 
এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ২১ বছর থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে। বিসি/ ইবিসি ও ইউআর মহিলা ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর ধার্য করা হয়েছে। এছাড়া এসসি/ এসটি ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৪২ বছর বয়সসীমা রাখা হয়েছে।

 

বেতন
মনোনীত প্রার্থীদের ৯,৩০০ থেকে ৩৪,৮০০ টাকা বেতন দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + eighteen =