UPSC-র প্রশ্নপত্রে ‘পশ্চিমবঙ্গের নির্বাচনী সন্ত্রাস’, বিতর্কে কেন্দ্র

UPSC-র প্রশ্নপত্রে ‘পশ্চিমবঙ্গের নির্বাচনী সন্ত্রাস’, বিতর্কে কেন্দ্র

নয়াদিল্লি:  ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-র লিখিত পরীক্ষার প্রশ্ন নিয়ে বিতর্কের ঝড়৷ সর্বভারতীয় চাকরির পরীক্ষার প্রশ্নপত্রে উঠে এল ‘পশ্চিমবঙ্গের নির্বাচনী সন্ত্রাস’৷  এই বিষয়ে ১০  নম্বরের উত্তর লিখতে বলা হয় পরীক্ষার্থীদের৷  এই পরেই জোড় বিতর্ক দানা বেঁধেছে৷ সর্বভারতীয় পরীক্ষায় কেন্দ্রীয় সরকার রাজনৈতিক রং লাগাতে চাইছে বলেও দাবি উঠেছে বিভিন্ন মহলে৷  উদ্দেশ্যপ্রণোদিত হয়েই চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন করা হয়েছে বলেও অভিযোগ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছে রাজ্যের শাসক দল৷ 

আরও পড়ুন- ফের একবার SSC চাকরি প্রার্থীদের ধরনা মঞ্চ ভেঙে দিল পুলিশ, ধুন্ধুমার সল্টলেকে

যদিও রাজনীতির রং নিয়ে তৃণমূলকে পাল্টা হাত নিয়েছে বিজেপি৷ তাঁদের বক্তব্য, রাজ্যের পাঠ্যসূচিতে স্থান পেয়েছে সিঙ্গুর আন্দোলন৷ এটা কি রাজনীতিকরণ নয়? উল্লেখ্য, ইউপিএসসি’তে পশ্চিমবঙ্গের নির্বাচনী সন্ত্রাস নিয়ে যে প্রশ্ন করা হয়েছিল তার মান  ১০৷ এই বিষয়ে ২০০ শব্দের একটি রিপোর্ট লিখতে বলা হয় পরীক্ষার্থীদের৷ এখানেই শেষ নয়, ‘কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ শীর্ষক আরও একটি রিপোর্ট লিখতে দেওয়া হয়েছিল পরীক্ষায়৷ তালিকায় ছিল দিল্লিতে অক্সিজেন সঙ্কটও৷ যা নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ তিনি বলেন, ‘‘চাকরির পরীক্ষায় রাজনৈতিক ইস্যু টেনে পুরো সিস্টেমটাই নষ্ট করতে চাইছে বিজেপি৷’’

আরও পড়ুন-  SSC নিয়োগে বার বার অস্বচ্ছতা কেন? রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের

অন্যদিকে, বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, স্কুলের পাঠ্যক্রমে সিঙ্গুর আন্দোলনের ইতিহাস অন্তর্ভুক্ত করেছে রাজ্য সরকার৷  সেটা কি রাজনীতি নয়? তখন কী হয়েছিল? রাজনীতিকরণ তো তৃণমূলই শুরু করেছে৷ সিঙ্গুর আন্দোলনকে সিলেবাসে ঢুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মনীষী করার চেষ্টা করা হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 5 =