একাধিক শূন্যপদে অয়েল ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ

একাধিক শূন্যপদে অয়েল ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ

নয়াদিল্লি: অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্রেড ৩ পোস্টের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন পদে নিয়োগ করা হবে৷ যার মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান, ফিটার ট্রেড, মেকানিক মোটর ভেহিকেল ট্রেড, মেশিনিস্ট ট্রেড, মেকানিক ডিজেল ট্রেড, ইলেকট্রনিক্স মেকানিকাল ট্রেড-সহ অন্যান্য পদও৷ এই সমস্ত পদের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অয়েল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট oil-india.com এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে৷ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৪ অগস্ট ২০২১ থেকে৷ আবেদনের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত। শেষ তারিখের পরে আর কোনও আবেদন গ্রহণ করা হবে না।

শূন্যপদ:
পদার্থবিজ্ঞান-রসায়ন-গণিত বিভাগের জন্য ৪৪টি, ইলেকট্রিশিয়ান ট্রেডে ৩৮টি, ফিটার ট্রেডে ১৪৪টি, মেকানিক মোটর ভেইক্যাল ট্রেডে ৪২টি, মেশিনিস্ট ডিজেল ট্রেডে ৪০টি, বয়লার অ্যাটেডেন্ট পদে ৮টি, টার্নার ট্রেডে ৪টি, ওয়েল্ডার ট্রেডে ৬টি।

শিক্ষাগত যোগ্যতা:
ইলেকট্রিশিয়ান ট্রেড পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। ওই সরকারি স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করতে হবে। এছাড়া সরকারি বৈদ্যুতিক লাইসেন্সিং বোর্ড কর্তৃক জারি করা বৈধ বৈদ্যুতিক পারমিট থাকতে হবে।ফিটার ট্রেড পদে আবেদনের জন্য প্রার্থীদের সরকারি স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে। ওই সরকারি স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করা হতে হবে। মেশিনিস্ট ট্রেড পদে আবেদনের জন্য প্রার্থীদের সরকারি স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট থাকা ছাড়াও ওই সরকারি স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করতে হবে৷

বয়স:
উক্ত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে থাকতে হবে। এসসি/এসটি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১৮ এবং সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। ওবিসি প্রার্থীদের জন্য সর্বনিম্ন বয়স ১৮ ও সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =