সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে! মিলবে মোটা বেতন

কলকাতা: বন্দরে কাজ করতে চান? ডিগ্রি থাকা প্রার্থীদের জন্য তাহলে সুখবর। পশ্চিমবঙ্গের শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে সিনিয়র ডেপুটি ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে৷ এই…

port new

কলকাতা: বন্দরে কাজ করতে চান? ডিগ্রি থাকা প্রার্থীদের জন্য তাহলে সুখবর। পশ্চিমবঙ্গের শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে সিনিয়র ডেপুটি ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে৷ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।

সিনিয়র ডেপুটি ম্যানেজার পদে প্রার্থী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি৷  তবে এই পদে মাসিক বেতন  ৮০,০০০ থেকে ২,২০,০০০ টাকা৷

শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে কাজের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের যে কোনও স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি সম্পন্ন করতে হবে। আবেদনকারীর বয়স ১ জুন ২০২৪ তারিখ অনুসারে সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে। অফলাইন অথবা অনলাইন-দুটি মাধ্যমেই আবেদন জানানো যাবে৷

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন লিংকে ক্লিক করুন৷ তারপর প্রয়োজনীয় নথি সব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করুন৷

যাঁরা অফলাইনে আবেদন জানাতে চান তাঁরা, শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমেই অ্যাপ্লিকেশন ফর্মটি সংগ্রহ করে নিন৷ তারপর সেটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স সহ মুখবন্ধ খামে পোস্ট করে দিন৷  স্পীড পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে৷ এই পদে আবেদেনর জন্য কোনও ফি লাগবে না৷

আবেদন শুরু হয়ে গিয়েছে৷ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ০৯ সেপ্টেম্বর ২০২৪৷ হার্ড কপি জমা দেওয়ার শেষ ২৪ সেপ্টেম্বর ২০২৪৷