স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ১৫০ ক্লার্ক, রাইফেলম্যান নিয়োগ

স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ১৫০ ক্লার্ক, রাইফেলম্যান নিয়োগ

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের  স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন অসম রাইফেলস ক্লার্ক, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট,ইলেক্টিক্যাল ফিটার সিগন্যাল,লাইনম্যান ফিল্ড, রেডিও মেকানিক,আর্মার,মেটালস্মিথ,ড্রাফটসম্যান, ইলেক্টিশিয়ান,প্লাম্বার, ফার্মাসিস্ট, এক্স-রে টেকনিশিয়ান ও ফিমেল আয়া ইত্যাদি পদে  ১৫০ জন লোক নিচ্ছে৷ কারা কোন পদের জন্য আবেদন করতে পারবেন৷

হাবিলদার ক্লার্ক– উচ্চমাধ্যমিক পাশরা ইংরাজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫ টি শব্দ থাকলে যোগ্য৷ কম্পিউটারে কাজ চালানোর দক্ষতা থাকতে হবে ৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের সধ্যে৷ শূন্যপদ– পশ্চিমবঙ্গে ৯ টি ৷ (জেনা–৪, ই.ডব্ল.এস .১,ও.বি.সি ২, ত-উপ- জাতি১,তপ-জাতি-১)৷ অসমে ১৩টি-(জে- ৬, ই.ডব্ল.এস.১, ও.বি.সি.২, ত-উপ-জাতি-৩, ত-জাতি-১)৷ ঝাড়খন্ডে– ১৫টি৷ (জেনা-৪, ই.ডব্ল.এস১, ও.বি.সি.৩, ত-জাতি-১, )৷ সিকিম ১টি ৷ (জেনা)৷ ইলেক্ট্রিক্যাল ফিটার সিগন্যাল– বিজ্ঞান, অঙ্ক, ও ইংরাজী বিষয় নিয়ে মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন৷ বয়সহতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ শূন্যপদ– পশ্চিমবঙ্গে ২টি (জেনা-১, ও.বি.সি ১)৷ ঝাড়খন্ডে ৩টি (জেনা-১, ও.বি.সি ১, তপ-জাতি ১)৷  লাইনম্যান ফিল্ড– মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ইলেক্টিশিয়ান ট্রেডের সার্টিফিকেটকোর্স পাশ হলে যোগ্য ৷ বয়স- ১৮-২৩ ৷ শূন্যপদ– পশ্চিমবঙ্গে ১টি(ও.বি.সি)৷ অসমে ১টি তপ-জাতি, ঝাড়খন্ডে -১টি (জেনা) ৷ ইলেক্ট্রিশিয়ান(মেকানিক ভেহিক্যাল)–মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে মোটর মেকানিক ট্রেডের সার্টিফিকেট থাকলে যোগ্য ৷ বয়স- ১৮ থেকে ২৩ ৷ শূন্যপদ– পশ্চিমবঙ্গে-১টি৷ (ও.বি.সি)৷ অসমে ১টি(জেনা) ৷ ঝাড়খন্ডে-১টি(জেনা)৷ ইন্সট্রুমেন্ট মেকানিক বা রিপিয়ার– উচ্চমাধ্যমিক পাশরা আই.টি.আই.থেকে ইন্সট্রুমেন্টশন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ থাকলে যোগ্য ৷ বয়স ১৮-২৩ এর মধ্যে ৷শূন্যপদ– পশ্চিমবঙ্গে ১টি (তপ-জাতি),অসমে ১টি (ও.বি.সি) ৷ ঝাড়খন্ডে ১টি (ও.বি.সি)৷ ভেহিক্যাল ম্যাকানিক– ইংরাজি, অঙ্ক, বিজ্ঞান,বিষয় নিয়ে মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য ৷ বয়স- ১৮ থেকে২৩ ৷  শূন্যপদ– পশ্চিমবঙ্গে ১টি (জেনা) ৷ অসমে ১টি(তপ-উপ-জা)৷ ঝাড়খন্ডে ২টি (জেনা) ৷ আপহোলস্টার– মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে় ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য ৷ বয়স-১৮-২৩ ৷

শূন্যপদ– পশ্চিমবঙ্গে ১টি জেনারেল ৷ অসমে- ১টি(তপ-উপ-জা) ৷ ঝাড়খন্ডে- ১টি (তপ-জা)৷ নায়েব সুবেদার (ব্রিজও রোড)–মাধ্যমিক পাশরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য ৷ বয়স-১৮-২৩ বছরের মধ্যে৷ শূন্যপদ- পশ্চিমবঙ্গে ১টি (ও.বি.সি) অসমে ১টি (জেনা) ৷ঝাড়খন্ড -১টি (ও.বি.সি) . রাইফেলম্যান (ইলেক্ট্রিশিয়ান)–মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ডিপ্লোমা বা, সার্টিফিকেট কোর্স পাশ থাকলে যোগ্য ৷ বয়স-১৮-২৩ এর মধ্যে ৷ শূন্যপদ- পশ্চিমবঙ্গে ২টি (জেনা)৷ অসমে ১টি (ও.বি.সি) ৷ ঝাড়খন্ডে ১টি তপ-জাতি ৷ রাইফেলম্যান (প্লাম্বার)– মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে এই ট্রেডের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য বয়স-১৮-২৩ এর মধ্যে৷ শূন্যপদ–পশ্চিমবঙ্গে ২টি (জেনা-১,ই.ডব্ল.এস ১)৷ অসম ১টি (তপ-উপ জা) ঝাড়খন্ডে ২টি (জেনা)৷    হাবিলদার-(সার্ভেয়র)– মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে সার্ভেয়ার ট্রেডের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য ৷ বয়স– ১৮-২৩ ৷ শূন্যপদ– পশ্চিমবঙ্গে ২টি (জেনা) ৷ ওয়ারেন্ট অফিসার (ফার্মাসিস্ট)– উচ্চমাধ্যমিক পাশরা ফার্মাসির ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য ৷ বয়স- ১৮-২৩ এর মধ্যে ৷ শূন্যপদ– পশ্চিমবঙ্গে ৩টি (জেনা-১,ও.বি.সি১, তপ-জা ১ ) হাবিলদার (এক্স-রে অ্যাসিস্ট্যান্ট)–উচ্চমাধ্যমিক পাশরা রেডিওলজির ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য ৷ বয়স ১৮- ২৩ ৷

শূন্যপদ– পশ্চিমবঙ্গে ২টি (জেনা-১,ও.বি.সি ১) ৷ অসমে ২টি (জেনা-১, ও.বি.সি ১) ৷ ঝাড়খন্ড- ১টি (জেনা) ৷ রাইফেলম্যান (বারবার)– মাধ্যমিক পাশ৷ ১৮ থেকে ২৩ এর মধ্যে বয়স থকলে যোগ্য ৷ শূন্যপদ– পশ্চিমবঙ্গে ৩টি ৷ (জেনা১,ও.বি.সি১, তপ-জা ১ )৷ ঝাড়খন্ডে ২টি (জেনা-১, ও.বি.সি ১)৷ রাইফেলম্যান (কুক)- মাধ্যমিক ১৮ থেকে ২৩ হলে যোগ্য ৷ শূন্যপদ– পশ্চিমবঙ্গে ১৪টি (জেনা-৪, ই.ডব্ল.এস -২, ও.বি.সি -৪, তপ-জাতি-১, তপ-উপ-জা ২)৷ অসমে- ১৪টি ৷(জেনা-৫, ই.ডব্ল.এস.২, ও.বি.সি ৪, তপ-জাতি ১,তপ-উপ-জা ২) ৷ ঝাড়খন্ডে- ১৪টি ৷ (জেনা ৪, ই.ডব্ল.এস ২, ও.বি.সি. ৪, তপ-উপ ২, তপ -২ ) ৷ সিকিম– ২ টি (জেনা) ৷   রাইফেলম্যান (মসালচি) –মাধ্যমিক ১৮ থেকে ২৩ বছর হলে যোগ্য ৷ শূন্যপদ- পশ্চিমবঙ্গে ১টি (জেনা) ৷ রাইফেলম্যান (মেল সাফাই ) –মাধ্যমিক ১৮ থেকে ২৩বছর বয়স হলে যোগ্য ৷ শূন্যপদ–পশ্চিমবঙ্গে-৪টি (জেনা-২, ও.বি.সি.১, তপ-জাতি-১)৷ অসমে ৫টি৷ (জেনা-২, ই.ডব্ল.এস-১, ও.বি.সি-১, তপ-জাতি-১)৷

ঝাড়খন্ড-৪টি (জেনা-১,ই.ডব্ল.এস১, ও.বি.সি.১,তপ-জাতি ১)৷ সব বেলায় বয়স গুনতে হবে ১-৮-২১ র হিসাবে৷ ও.বি.সি. ৩,তপসিলি-৫, ও সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন ৷ শরীরের মাপজোক ছেলেদের বেলায় লম্বায় অন্তত ১৭০ সেমি( উপজাতি হলে ১৬২.৫)সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৮০,ফুলিয়ে ৮৫ সেমি ৷ উপজাতিদের- না ফুলিয়ে ৭৬, ফুলিয়ে ৮৫ সেমি ৷ ওজন উচ্চতার সঙ্গে সাম়ঞ্জস্যপূর্ণ ৷ মেয়েদের লম্বায় ১৫৭ সেমি, (উপ-১৫০) সেমি ৷ ওজন উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ৷ দরখাস্ত করবেন অনলাইনে ১১ ই সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোম্বর পর্যন্ত ৷ এই ওয়েবসাইটে–www.assamrifles.gov.in এজন্য বৈধ্য ইমেল.আই.ডি থাকতে হবে ৷ এছাড়া অনান্য প্রমানপত্র স্ক্যান করে নেবেন ৷ ঐ ওয়েবসাইটে সব তথ্য সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে ৷ তারপর ফি বাবদ ১০০ (নায়েব সুবেদার ব্রীজ ও রোডস পদের বেলায় ২০০) টাকা জমাদেবেন এই অ্যাকাউন্টে:SBI Current Account No 37088046712 in favourof HQ DGAR Recruitment Brance IFSC code SBIN0013883. তপসিলি ও প্রতিবন্ধীদের ফি লাগবে না ৷ আরো বিস্তারিত তথ্য পাবেন ঐ ওয়েবসাইটে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =