নয়াদিল্লি: বিভিন্ন ভাষার মোট ৩৪টি শূন্যপদে নিয়োগ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তবে এজন্য সাংবাদিকতার ডিগ্রি থাকতে হবে৷ ইচ্ছুক প্রার্থীদের https://www.upsc.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
শূন্যপদ
তথ্য ও সম্প্রচার মন্ত্রকে বিভিন্ন ভাষার মোট ৩৪ জনকে নিয়োগ করা হবে। হিন্দি ভাষার জন্য ৯টি, পঞ্জাবি ভাষার জন্য ৩টি, ইংরেজি ভাষার জন্য ৩টি, তেলুগু ভাষার জন্য ৫টি, উড়িয়া ভাষার জন্য ৩টি, বাংলার জন্য একটি শূন্যপদ, মারাঠির জন্য ৫টি, গুজরাতি ভাষার জন্য ১টি, অসমিয়া ভাষার জন্য ২টি, মণিপুরি ভাষার জন্য ২টি শূন্যপদ রয়েছে। এই পদে আবেদনের যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণি পর্যন্ত সেই ভাষা পড়ে থাকতে হবে।
বয়স
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের শূন্যপদগুলিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। ৩০ বছর পেরিয়ে গেলে আবেদন করা যাবে না৷ তবে বিভিন্ন সংরক্ষিত শ্রেণির জন্য বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
ওই পদগুলির জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের নূন্যতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। সঙ্গে তাঁদের সাংবাদিকতার কোনও ডিগ্রি থাকা বাধ্যতামূলক৷ অথবা সাংবাদিকতা ও মাস কমিউনিকেশনে স্নাতক উত্তীর্ণ হলেও আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের শূন্যপদগুলিতে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ইউপিএসসির ওয়েবসাইট https://upsconline.nic.in/ এ গিয়ে রিক্ট্রুমেন্ট ২০২১-এ গিয়ে নির্দিষ্ট বিজ্ঞাপনের পাশে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য ও নথি দিয়ে আবেদন করতে হবে। তবে আবেদন করতে ইচ্ছুকদের অবশ্যই নোটিফিকেশন পড়ে তারপরেই আবেদন করা উচিত।
![](https://aajbikel.sortd.pro/wp-content/uploads/2024/03/ad-728x90-1.png)