রাজ্যের খাদ্য দফতরে গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগ, কারা আবেদন করতে পারবেন?

কলকাতা:  পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরে গুরুত্ত্বপূর্ণ কিছু পদে কর্মী নিয়োগ৷ তবে এক্ষেত্রে কম্পিউটার জানাটা বাধ্যতামূলক। পদের নাম- প্রজেক্ট ম্যানেজার (Project Manager), ডাটা অ্যানালিস্ট (Data…

exam job

কলকাতা:  পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরে গুরুত্ত্বপূর্ণ কিছু পদে কর্মী নিয়োগ৷ তবে এক্ষেত্রে কম্পিউটার জানাটা বাধ্যতামূলক। পদের নাম- প্রজেক্ট ম্যানেজার (Project Manager), ডাটা অ্যানালিস্ট (Data Analyst), ডেভলপার (Developer), IT Support (আইটি সাপোর্ট)৷ মোট শূন্যপদ- ৬ টি।

 

শিক্ষাগত যোগ্যতা- উল্লিখিত পদগুলিতে আবেদন জানানোর জন্য প্রার্থীকে B.Tech, M.Tech, Computer Science, MCA, MBA অথবা এইগুলির সমতুল্য যে কোনও বিষয়ে ফার্স্ট ক্লাস ডিগ্রী থাকতে হবে।

মাসিক বেতন- Project Manager এবং Data Analyst পদের জন্য মাসিক বেতন ২,২৫,০০০ টাকা। Developer পদে জন্য মাসিক বেতন ৭০,০০০ টাকা। IT Support পদের মাসিক বেতন হল ৪০,০০০/- হাজার টাকা।

আবেদন পদ্ধতি- অনলাইনে আবেদন জানাতে হবে৷ food.wb.gov.in ওয়েবসাইটে ভিজিট করতে

শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ অ্যাকাডেমিক স্কোরের ওপর ভিত্তি করেই প্রার্থীদের শর্টলিস্টেড করা হবে। তারপর  লিখিত পরীক্ষা, কোডিং টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে৷