উপকূলরক্ষী বাহিনীতে কর্মী নিয়োগ

উপকূলরক্ষী বাহিনীতে কর্মী নিয়োগ

নয়াদিল্লি: উপকূলরক্ষী বাহিনীতে বহু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ যোগ্য ও উচ্ছুক প্রার্থীরা আগামী ২ জুলাই থেকে আবেদন করতে পারবেন। আগামী ১৬ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।

নাবিক (জেনারেল ডিউটি)
এই পদে আবেদনের জন্য অঙ্ক, ফিজিক্স-সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷

 

নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ)
এই পদে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই চলবে৷

 

যান্ত্রিক
ন্যূনতম মাধ্যমিক পাশ এবং ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/টেলি কমিউনিকেশন (রেডিও/পাওয়ার)ইঞ্জিনিারিংয়ের কোর্স করা থাকলে এই পদে আবেদন করতে পারেন প্রার্থীরা। এই বিষয়গুলিতে ডিপ্লোমা করা থাকলেও আবেদন করতে পারবেন৷

 

বয়স
ন্যূনতম ১৮ থেকে ২২ বছর বয়সিরা উক্ত পদে আবেদন করতে পারেন।

 

আবেদনের পদ্ধতি
https://joinindiancoastguard.cdac.in/  ওয়েবসাইটে গিয়ে উক্ত পদে আবেদন করতে পারেন।
এছাড়া আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আগ্রহী প্রার্থীকে https://joinindiancoastguard.cdac.in/  ওয়েবসাইটে লক্ষ্য রাখতে বলা হয়েছে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 2 =