গার্ডেনরিচ জাহাজ কারখানায় একাধিক শূন্যপদে নিয়োগ

গার্ডেনরিচ জাহাজ কারখানায় একাধিক শূন্যপদে নিয়োগ

নয়াদিল্লি: গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিস (এক্স-আই.টি.আই.) ট্রেড অ্যাপ্রেন্টিস (ফ্রেশার) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে ২৫৬ জন লোক নিচ্ছে ৷ কারা কোন ট্রেডের জন্য যোগ্য ৷ ট্রেড অ্যাপ্রেন্টিস (এক্স- আই.টি.আই ), ফিটার,ওয়েল্ডার.(জি অ্যান্ড ই), ইলেক্ট্রশিয়ান, মেশিনিস্ট, পাইপ ফিটার, কার্পেন্টার,ড্রাফটসম্যান (মেকানিক্যাল), প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন,অ্যাসিস্ট্যান্ট, ইলেক্টনিক মেকানিক,পেইন্টার, মেকানিক (ডিজেল), ফিটার (স্ট্রাকচারাল), সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট (ইংলিশ) , মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স, ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মেকানিক ট্রেডে এন.সি.ভি.টি. র দেওয়া ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা, অল ইন্ডিয়া ট্রেড টেস্ট পাশ করে থাকলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য ৷ তবে ফিটার ট্রেডের প্রার্থীরা ফিটার (স্টাকচারাল), পেইন্টার(জেনারেল) ট্রেডের প্রার্থীরা পেইন্টার ট্রেডে, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডের প্রার্থীরা এই ট্রেডের জন্য যোগ্য ৷ বয়স ১৪ থেকে ২৫ বছরের মধ্যে ৷ ১২ মাসের ট্রেনিং ৷ শূন্যপদ– ১৭০টি ৷

ট্রেড অ্যাপ্রেন্টিস (ফ্রেশার) –মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন ৷ নেওয়া হবে এইসব ট্রেডে -ফিটার, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক), ইলেক্ট্রিশিয়ান,পাইপ ফিটার, মেশিনিস্ট ৷ বয়স– ১৪ থেকে ২০ বছরের মথ্যে ৷ শূন্যপদ–৪০ টি ৷ গ্রাজুয়েট অ্যাপ্রেল্টিস– মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার সায়েল্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য ৷ মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রার্থীরা মেকানিক্যাল শাখার জন্য ইলেক্টিক্যাল অ্যান্ড ইলেক্টনিক্স ইঞ্জিনিয়ারিয়ের প্রার্থীরা ইলেক্ট্রিক্যাল শাখার জন্য ৷ কম্পিউটা সায়েন্স, কম্পিউটার টেকনোলজি,ইনর্ফমেশন টেকনোলজির প্রার্থীরা কম্পিউটার সায়েল্স অ্যান্ড ইনফোমেশন টেকনোলজি,সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রার্থীরা সিভিল শাখার জন্য যোগ্য ৷ ১২ মাসের ট্রেনিং ৷ ২০১৯,২০২০,২০২১যারা পাশ করেছন , তারাই যোগ্য ৷ বয়স হতে হবে ১৪ থেকে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ–১৬টি ৷ টেকনিশিয়ান অ্যাপ্রেল্টিস– মেকানিক্যাল,ইলেক্টিক্যাল,ইলেক্টনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা সংশ্লিষ্ট শাখার জন্য যোগ্য ৷ মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকসন ইঞ্জিনিয়ারিংয়ের প্রার্থীরা মেকানিক্যাল, ইলেক্টক্যাল অ্যান্ড ইলেক্টনিক্স ইঞ্জিনিয়ারিয়ের প্রার্থীরা সিভিল শাখার জন্য যোগ্য ৷ ১২ মাসের ট্রেনিং ৷ ২০১৯,২০২০,২০২১ সালে যারা পাশ করেছেন তারা যোগ্য ৷ বয়স–১৪ থেকে ২৬ বছরের মধ্যে ৷ শূন্যপদ– ৩০ টি ৷

এইচ.আর.ট্রেনি– যে কোন শাখার গ্রাজুয়েটরা হিউম্যান রির্সোস ম্যানেজম্যান্ট,ও ডেভেলপমেন্ট, পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স,সোশ্যাল ওয়ার্ক বা লেবার ওয়েলফেয়ার এর পোস্ট গ্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা বা এম.বি.এ . কোর্স পাশরা প্রথম শ্রেণীর নম্বর পেয়ে থাকলে যোগ্য ৷ শূন্যপদ– ৬টি ৷ ওপরের সব ক্ষেএেই  বয়স গুনতে হবে ১-১-২০২১ এর হিসাবে ৷তপসিলি ৫, ও.বি.সিরা ৩ ও প্রতিবন্ধীদের১০ বছরের ছাড় পাবেন ৷ ট্রেনিং হবে কলকাতা ও রাচীঁতে ৷ ট্রেমিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন ৷ ট্রেড অ্যাপ্রেন্টিস (ফ্রেশার)দের বেলায় প্রথম বছর ৬,০০০ টাকা .দ্বীতীয় বছর ৬,৬০০ টাকা ৷ ট্রেড অ্যাপ্রেল্টিস (এক্স-অই.টি.আই) ট্রেডের বেলায় ৭,০০০ টাকা ৷ গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেডের বেলায় মাসে ১৫,০০০ টাকা ৷ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের বেলায় কলকাতা কাজের বেলায় মাসে ১০,০০০টাকা ৷ আর রাঁচীতে হলে ৯,০০০টাকা ৷ এই পদের বিজ্ঞপ্তি নং– APP:01/21.

শিক্ষাগত যোগ্যতায় পাওয়ার নম্বর দেখে মেধা তালিকা তৈরী হবে ৷ তারপর ডাক্তারি পরীক্ষা ৷ আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে ট্রেড অ্যাপ্রেন্টিস পদের বেলায়এই ওয়েবসাইটে :www.apprenticeship.gov.in আর গ্রাজুয়েট অ্যাপ্রেল্টিস ও টেকন্শিয়ান অ্যাপ্রেন্টিস ট্রেডের বেলায় এই ওয়েবসাইট :https://portal,mhrdnats.gov.in এরপর দরখাস্ত করবেন অনলাইনে ১ অক্টোম্বরের মধ্যে ৷ এই ওয়েবসাইটে :www.grse.in.https://jobapply.in/grse2021app এজন্য বৈধ্য ই.মেল আই. ডি থাকতে হবে ৷ এছাড়া পাশপোর্ট মাপের রঙিন ফটো স্ক্যান করে নেবেন ৷ ওপরের ওয়েবসাইটে তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে ৷ তারপর সিস্টেম জেনেরেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন ৷ আরো জানতে ঐ ওয়েবসাইট দেখুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + sixteen =